R Ashwin may displace Anil Kumble from top of this list in Test cricket get to know

ধর্মশালা: আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (India vs Englad) পঞ্চম টেস্ট। সিরিজ ২-১ ব্যবধানে ঝুলিতে পুরে নিয়েছে ভারতীয় দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship 2024) পয়েন্ট টেবিলেও এই মুহূর্তে শীর্ষে রয়েছে রোহিতের দল। ধর্মশালায় আগামী ৭ মার্চ থেকে শুরু হতে চলা টেস্ট ম্য়াচ ২ দলের কাছে নিয়মরক্ষার হলেও রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Aswin) জন্য স্পেশাল হয়ে উঠতে পারে। কারণ সেই ম্য়াচেই সুযোগ থাকছে তাঁর সামনে অনিল কুম্বলেকে টেক্কা দিয়ে এক বিশেষ নজির গড়ার। সেই ম্য়াচে ইনিংসে পাঁচ উইকেট পেলেও অশ্বিন হয়ে উঠবেন ভারতীয় বোলারদের মধ্য়ে টেস্টে সর্বাধিকবার ইনিংসে পাঁচ উইকেট শিকারি। 

উল্লেখ্য, ধর্মশালায় নিজের টেস্ট কেরিয়ারের ১০০ তম ম্য়াচে খেলতে নামবেন অশ্বিন। রাজকোটে তৃতীয় টেস্টে খেলার সময়ই সাদা পোশাকের ফর্ম্য়াটে ৫০০ আন্তর্জাতিক উইকেট ঝুলিতে পুরেছেন। অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি টেস্টে অশ্বিনই ভারতের জার্সিতে। প্রাক্তন ভারতীয় লেগস্পিনার কুম্বলে কেরিয়ারে মোট ৩৫ বার টেস্টে ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি উইকেট নিয়েছিলেন। অশ্বিনও ৩৫ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। ধর্মশালায় কোনও একটি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেই টপকে যাবেন কুম্বলেকে।

১৩ বছরের টেস্ট কেরিয়ার অশ্বিনের। ১০০ টেস্ট ম্য়াচ খেলার পথে অশ্বিনের ঝুলিতে রয়েছে বর্তমানে ৫০৭ উইকেট। ৯৯ টেস্ট খেলে অশ্বিনের থেকে বেশি উইকেট রয়েছে বিশ্বে একমাত্র একজনেরই। তিনি হলেন মুরলিথরণ। তাঁর ঝুলিতে রয়েছে ৫৮৪ উইকেট। 

এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়েলিংটনে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। এরপরই পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে আসে ভারতীয় দল। সেই ম্য়াচে ক্যামেরন গ্রিনের ব্যাটিং এবং নাথান লায়নের দুরন্ত বোলিংয়ে জয় পায় অস্ট্রেলিয়া। কিউয়িদের ১৭২ রানে হারিয়ে দেয় ক্যাঙ্গারু ব্রিগেড। এই ম্যাচের আগে চার ম্যাচে ৩৬ পয়েন্ট ছিল নিউজ়িল্যান্ডের দখলে। জয়ের শতকরা শতাংশ ৭৫। এই হারের পর নিউজ়িল্যান্ডের জয়ের শতকরা ৬০-এ নেমে গেল। অন্য়দিকে, ভারতের দখলে আট ম্যাচের পর রয়েছে ৬২ পয়েন্ট। রোহিতদের জয়ের হার শতকরা ৬৪.৫৮। ফলে শীর্ষে উঠে এল ভারত এবং দ্বিতীয় স্থানে নেমে গেল নিউজ়িল্যান্ড। ধর্মশালা টেস্ট জিতলে রেটিং আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার সামনে। অন্যদিকে নিয়মরক্ষার ম্য়াচে জিততে মরিয়া থাকবে স্টোকস বাহিনী। 

আরও দেখুন