Ranji Trophy 2024 Semi Final Nicely Poised As Madhya Pradesh Needs 93 Runs On Day 5 With 4 Wickets In Hand Vs Vidarbha

নাগপুর: ইতিমধ্যেই এবারের রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) এক ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। দ্বিতীয় ফাইনালিস্ট হিসাবে জায়গা পাকা করার জন্য জোর লড়াই চলছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) এবং বিদর্ভের (Vidarbha)। ম্যাচের শেষদিনে ফাইনালের টিকিট পাকা করার লড়াইটা কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি হতে চলেছে। ম্যাচের শেষদিন মধ্যপ্রদেশের জয়ের জন্য দরকার আরও ৯৩ রান, আর বিদর্ভের জিততে চাই আর চার উইকেট।

৩২১ রান তাড়া করতে নেমে দিনশেষে মধ্যপ্রদেশের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ২২৮ রান। যশ দুবে এবং হর্ষ গাওলির দুরন্ত শতরানের পার্টনারশিপ এবং দুই তারকার অর্ধশতরান সত্ত্বেও অক্ষয় ওয়াখারের তিন উইকেটের জেরে ম্যাচে দারুণভাবে ফিরল বিদর্ভ। মধ্যপ্রদেশের হয়ে দিনশেষে ক্রিজে উপস্থিত রয়েছেন সারাংশ জৈন এবং কুমার কার্তুকেয়া। কুমার এখনও খাতা খোলেননি। আরা সারাংশের সংগ্রহ ১৬ রান। 

বিদর্ভ এই দিনের খেলার সিংহভাগ সময়ই দাপট দেখায়। তবে ব্যাট হাতে দুবে ও গাওলি পাল্টা লড়াই চালান। দুইজনে ১০৬ রান যোগ করেন। তবে যশ ঠাকুর দুরন্ত ছন্দে দেখানো গাওলিকে ফিরিয়ে সেই পার্টনারশিপ ভাঙেন। গাওলি ৮০ বলে ৬৭ রানের ইনিংস খেলে ফেরেন। ওয়াখারে এরপর গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ফের বিদর্ভের হাতে ম্যাচের রাশ তুলে দেন। মধ্যপ্রদেশ তারকা বেঙ্কটেশ আইয়ারকেও ১৯ রান ফেরান তিনিই।

দিনের শুরুটা ৩৪৩ রানে করে বিদর্ভ। গত রাতে ৯৭ রানে অপরাজিত থাকা যশ রাঠৌর নিজের শতরান পূরণ করেন। তিনিই দলের হয়ে লোয়ার অর্ডারের সঙ্গে মিলে সিংহভাগ রান করেন। ১৪১ রানের ইনিংস খেলেন যশ। দিনের শুরুতে আরও ৫৯ রান যোগ করার পর ৪০২ রানে শেষ হয় বিদর্ভের দ্বিতীয় ইনিংস। অনুভব আগরওয়াল মধ্যপ্রদেশের হয়ে সর্বাধিক পাঁচটি উইকেট নেন। যশ বাদে বিদর্ভ অধিনায়ক অক্ষয়ও লোয়ার অর্ডারে ব্যাটে নেমে ৭৭ রানের ইনিংস খেলেন।

শেষদিন যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য। ক্রিজে মধ্যপ্রদেশের দুই লোয়ার অর্ডার ব্যাটার উপস্থিত রয়েছেন। শেষ হাসিটা কে হাসে, এবার সেটাই দেখার বিষয়।       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের আগে হঠাৎ ধর্মশালায় ডাক পড়ল রিঙ্কুর!