United Nations: ভারতের ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য রাষ্ট্রসংঘের অন্যতম কর্তার, কড়া জবাব দিল দেশ

সোমবার ভারতের তরফে বলা হয়েছে, ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত আধিকারিকররা। তবে এই ধরনের মন্তব্যকে অনভিপ্রেত ও এটা ভারতের গণতন্ত্রের বাস্তবতার সঙ্গে মিল খায় না বলে জানিয়েছে ভারত। সেই সঙ্গেই নিউ দিল্লির তরফে বলা হয়েছে, গোটা বিশ্বের অনেক দেশ ভারতের গণতন্ত্র থেকে শিক্ষা নিতে চাইছে। 

জেনেভাতে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি জানিয়েছেন, রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত কর্তা ভোল্কার টুর্ক ভারতের নির্বাচন নিয়ে কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যকে নজরে রেখেছে ভারত।  জেনেভাতে হিউম্যান রাইটস কাউন্সিলের ৫৫ তম সেশনে  টুর্ক জানিয়েছেন, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সমালোচকদের নানাভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘৃণাসূচক বক্তব্য রাখা হচ্ছে, সংখ্য়ালঘুদের নিয়ে নানা ধরনের বৈষম্যমূলক কাজ করা হচ্ছে বিশেষত মুসলিমদের সঙ্গে। তবে তিনি অবশ্য় ভারতের গণতন্ত্রের এই বিপুলতা নিয়ে ভালো মন্তব্যই করেছেন। তিনি জানিয়েছেন, প্রায় ৯৬০ মিলিয়ন মানুষ এই ভোটে অংশ নেবেন। এটা একটা বড় ব্য়াপার। 

তবে অরিন্দম বাগচি জানিয়েছেন, এই মন্তব্যের সঙ্গে ভারতের গণতন্ত্রের বাস্তবতার কোনও মিল নেই। তিনি জানিয়েছেন, যেকোনও গণতন্ত্রে বিতর্ক থাকাটা খুব স্বাভাবিক।  উদ্দেশ্য়মূলকভাবে কিছু করা হোক, স্বার্থ চরিতার্থ করার জন্য় কিছু করা হোক এটা কখনও যারা কর্তৃত্বে থাকেন তারা মানতে পারেন না। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, বহু মানুষের অংশগ্রহণে উজ্জ্বল ভারতের নির্বাচন প্রক্রিয়া। সেই সঙ্গে এটা আমাদের কাছে বড় ব্য়াপার যে বিশ্বের একাধিক দেশ ভারতের গণতন্ত্র থেকে শিক্ষালাভ করে। এটাকে তারা গ্রহণ করতে চান। 

অরিন্দম বাগচি জানিয়েছেন, অতীতে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ভারতে একের পর এক ভোটে বহু মানুষ অংশগ্রহণ করেছেন। যে সরকার তাদের জন্য় লড়াই করতে পারবে, তাদের কথাটা সামনে আনবে তেমন সরকারকে তুলে ধরতে ভারতের মানুষরা ভোটদান করেছেন ও সরকার বেছে নিয়েছে। ভারতের গণতন্ত্রের মহান দিকটা তুলে ধরেন অরিন্দম বাগচি।