নতুন বউ শ্রীময়ীকে কী উপহার দিলেন কাঞ্চন

তিনি এখন কাঞ্চনের ঘরণী।  নিন্দুকদের মুখে ছাই দিয়ে গত ২ মার্চ কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ে করেন র শ্রীময়ী। রবিবার কাঞ্চনের নতুন ফ্ল্যাটেই বরণ করে নেওয়া হল নতুন বউ শ্রীময়ীকে আর সোমবার ছিল কাঞ্চন-শ্রীময়ীর ঘরোয়া বউভাত। আর এই অনুষ্ঠানে স্ত্রীকে উপহার দিতে ভুলেননি কাঞ্চন। 

তবে আলোচনায় সবার কৌতুহল ছিল  নতুন বউকে কী উপহার দিলেন কাঞ্চন? 

সোমবার অর্থাৎ এ দিন ছিল ঘরোয়া বউভাতের অনুষ্ঠান। খানিক জোর করেই মাংস রান্না করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন শ্রীময়ী। হয়েছে ভাত-কাপড়ের অনুষ্ঠানও। মাথা ভর্তি সিঁদুর আর গায়ে সোনার গয়না পরে কাঞ্চনকে সারা জীবন ভাত হাতে করে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন শ্রীময়ী। উপহারও কিন্তু বাদ যায়নি। নতুন বউকে নোয়া বাঁধানো আর ভারী নেকলেসও দিয়েছেন কাঞ্চন। 

এর আগে শনিবার সন্ধ্যায় জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। দক্ষিণ কলকাতার একটি বাসায় বসেছিল বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে। আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন। 

শুভদৃষ্টি, মালাবদল, সাত পাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে। বিয়ের মেনুতেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। কাঞ্চন এবং শ্রীময়ীর সাজেও স্পর্শ রয়েছে সাবেকিয়ানার ।

লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট আর ফুলের সাজে শ্রীময়ী সেজেছেন মনের মতো করে। বরের সাজও কম জমকালো নয়। ধুতি আর ভারী কাজ করা পাঞ্জাবিতে কাঞ্চনও পাল্লা দিয়েছেন। বিয়ের বেনারসি নিজেই নকশা করেছেন শ্রীময়ী।