Devendra Jhajharia: ঝুলিতে দুটো প্যারালিম্পিক্সের সোনা, ২২ বছরের কেরিয়ারে ইতি টানলেন দেবেন্দ্র ঝাঝারিয়া

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> অবসর নিলেন প্যারালিম্পিক্সে দুবারের সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া। ২০৪ সালে এথেন্স প্যারালিম্পিক্সে প্রথমবার সোনা জিতেছিলেন এই তারকা প্যারা অ্যাথলিট। এরপর ২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সে আরও একবার একই ইভেন্টে সোনা জেতেন তিনি। পুরুষদের এফ৪৬ ইভেন্টে তিনটি প্যারালিম্পিক্সে অংশ নিয়েছিলেন দেবেন্দ্র। পদ্মশ্রী, অর্জুন ও মেজর ধ্যানচাঁধ খেলরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। প্রায় ২২ বছরের কেরিয়ারের ইতি টানলেন অবশেষে দেবেন্দ্র।&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p>&nbsp;</p>