Man Smokes Beedi in Flight: মাঝ আকাশে বিমানের বাথরুমে বিড়ি ধরিয়ে সুখটান ব্যক্তির! যেতে হল জেলে

বিমান যাচ্ছিল সৌদি আরব। সৌদি আরবের রিয়াধগামী বিমানটি দিল্লি থেকে রওনা হয়েছিল। বিমান উড়তেই বিমানের শৌচালয়ে গিয়ে সোজা বিড়ি ধরিয়ে ধূমপান করতে শুরু করেন অভিযুক্ত মহম্মদ আম্মুুরুদ্দিন। তাঁর এই বিড়ির নেশাই শেষমেশ তাঁকে পাঠিয়ে দিল জেলে! বিমানে ধূমপান করার দায়ে বিমান থেকে নামিয়ে আম্মুরুদ্দিনকে মুম্বই বিমানবন্দরে পুলিশের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। গোটা ঘটনা ইন্ডিগোর বিমানে ঘটেছে।

সৌদি আরবে কাজ করতে যাওয়ার কথা ছিল মহম্মদ আম্মুরুদ্দিনের। পেশায় তিনি শ্রমিক। কাজের সূত্রে তিনি সৌদি আরবের রিয়াধগামী বিমানের চড়েন। বিমান ছাড়ে দিল্লি থেকে। এরপর তা মুম্বই হয়ে রিয়াধ যাওয়ার কথা ছিল। তবে বিমান মুম্বই বিমানবন্দরে থামতেই আম্মুরুদ্দিনকে নামিয়ে দেওয়া হয় বিমানে ধূমপানের ঘটনায় অভিযোগের জেরে। নিয়ম ভেঙে তিনি বিমানের মধ্যে ধূমপান করায় তাঁকে শেষমেশ গ্রেফতার হতে হয়। 

এদিকে, ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বিমান উড়তেই আম্মুরুদ্দিন যান শৌচাগারে। তিনি শৌচাগার থেকে বের হতেই এক বিমানকর্মী শৌচাগারের ভিতর ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। তাঁর সন্দেহ হতেই ওই কর্মী তাঁর সিনিয়রকে জানান। তারপর তাঁরা অভিযুক্ত যাত্রী আম্মুরুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। আম্মুরুদ্দিন স্বীকার করে নেন যে তিনি বিড়িতে সুখটান দিয়েছেন বিমানে। এরপর অভিযুক্তকে মুম্বই বিমানবন্দরে নামিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্ত আম্মুরুদ্দিন পুলিশি জেরায় স্বীকার করেছেন যে তিনি বিমানের শৌচালয়ে বিড়ি ধরিয়ে ধূমপান করেছেন। তবে প্রশ্ন উঠছে, দিল্লি বিমানবন্দরের কড়া নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে কীভাবে আম্মুরুদ্দিন ওই লাইটার ও বিড়ি নিয়ে বিমানে উঠতে পারলেন?

উল্লেখ্য, বিমানবন্দরের একের পর এক স্তরের নিরাপত্তা কাটিয়ে শেষমেশ বিমানে চড়তে হয় একজন যাত্রীকে। সেক্ষেত্রে নিয়ম অনুসারে বিমানে কেউ কোনও লাইটার, সিগারেট, সহ একাধিক জিনিস নিয়ে উঠতে পারেন না। প্রতিটি এয়ারলাইন্স এই নিয়ে তার নির্দিষ্ট নিয়ম পেশ করে। সঙ্গে চেক ইন ও কেবিন ব্যাগে কী কী রাখা যায়, আর যায় না, তার নির্দিষ্ট নিয়ম থাকে। এছাড়াও বিমানের ভিতর কেউ যাতে লাইটার বা সিগারেট নিয়ে না যেতে পারেন, সেদিকে রাখা হয় খেয়াল রেখে কড়া নিরাপত্তা মোতায়েন থাকে। নিরাপত্তাকর্মীরা দেখেন, কেউ লাইটার বা সিগারেটের মতো জিনিস নিয়ে বিমানে উঠছেন কি না। আম্মুরুদ্দিনের ঘটনায় সেই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তাঁর কাছে যে বিড়ি আর লাইটার আছে, তা নিরাপত্তাকর্মীরা বুঝতেই পারেননি।