Modi met Sandeshkhali victims: মঞ্চের পিছনে সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা মোদীর, কী কথা হল আজ?

আজ বারাসতে বাংলার মহিলাদের উদ্দেশে একের পর এক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই সভার ‘থিম’ ছিল সন্দেশখালি। সেই সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে আজ দেখা করেন মোদী। সন্দেশখালি থেকে আজ নির্যাতিতাদের বারাসতে নিয়ে আসার ব্যবস্থা করে বিজেপি। এই আবহে মঞ্চের পিছনে নাকি প্রায় ৬ থেকে ৭ মিনিট দাঁড়িয়ে নির্যাতিতাদের অভিযোগ শোনেন মোদী। জানা যায়, সব কথা শুনে প্রধানমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন, কেন্দ্রীয় সরকার এই নিয়ে যা যা করতে পারে, তা করা হবে। তাছাড়া রাজ্য বিজেপির নেতৃত্ব বিষয়টি দেখবেন বলে জানান মোদী। রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতাদের নাকি এখনও সেভাবে সাহায্য করছে না পুলিশ। এমনকী তারা কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেন। এদিকে আজ মোদীর ভাষণ জুড়েও ছিল সন্দেশখালি। মোদী বলেন, ‘এই দেশকে রাসমণি, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরাদের দিয়েছে এই বাংলা। কিন্তু এখন তৃণমূল সরকার বাংলার মহিলাদের সম্মান দেয় না।’ (আরও পড়ুন: ‘বাংলার মা-বোনেরা আমার পরিবার… যখন ছোট ছিলাম…’, ঋণ শোধের কাহিনী শোনালেন মোদী)

আরও পড়ুন: ‘গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে’, মমতার সরকারকে উৎখাতের ডাক মোদীর

আজ মোদী আরও বলেন, ‘এই বাংলার মাটি নারী শক্তির প্রেরণা জুগিয়েছে। এখানে সারদা মা, রাণী রাসমনির জন্ম। আর এখানে মা-বোনেদের ওপরে অত্যাচার করে ঘোর পাপ করেছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে, তাতে যে কারও মাথা লজ্জায় ঝুঁকে যাবে। তবে আপনাদের কষ্টে তৃণমূল সরকারের কিছু যায় আসে না। এই তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে পুরো শক্তি প্রয়োগ করছে। তবে প্রথমে হাই কোর্ট, আর আজ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে। আমি দেখতে পাচ্ছি, তৃণমূলের মাফিয়া রাজকে শেষ করতে বাংলার নারীরা নেমে পড়েছেন। সন্দেশখালি দেখিয়েছে, বাংলার মেয়েদের জন্য শুধুমাত্র বিজেপি আওয়াজ তোলে। তৃণমূল শুধু তোলাবাজদের জন্য কাজ করে। তারা মা-বোনেদের সুরক্ষা দিতে পারবে না। আর কেন্দ্রের বিজেপি সরকার ধর্ষণের মতো অপরাধের সাজা হিসেবে ফাঁসির ব্যবস্থা করেছে।’

এদিকে বারাসতের সভামঞ্চ থেকে আজ ‘পরিবার বিতর্ক’ নিয়েও মুখ খোলেন মোদী। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কেন্দ্রে এনডিএ ফিরবে, এটা নিশ্চিত দেখে ইন্ডি জোটের নেতারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আর এখন তারা মোদীকে গালি দিতে শুরু করে দিয়েছে। আজকাল ইন্ডি জোটের লোকেরা আমার পরিবার নিয়ে বলছে। তারা বলে, আমার নিজের পরিবার নেই, তাই পরিবারতন্ত্র নিয়ে কথা বলতে পারি। তারা জানতে চায়, আমার পরিবার কোথায়। আজকে এখানে যে নারীরা এখানে এসেছেন, যারা প্রযুক্তির মাধ্যমে এই সভায় যোগ দিয়েছেন, তারাই আমার পরিবার। বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার।’ মোদীর কথায়, ‘আমার জন্য বাংলার মা-বোনেরা দুর্গার মতো উঠে দাঁড়ায়। আজকে দেশের সব পরিবার নিজেদের মোদীর পরিবার হিসেবে পরিচয় দিচ্ছে। আজকে দেশের সব গরিব বলছে, আমরা মোদীর পরিবার।’