Narendra Modi: আপনারা দুর্গাশক্তি, সন্দেশখালির মহিলাদের সঙ্গে কথা হল মোদীর, মুখের আবরণ খুলতে বলে ‘অপমান’ করেছিল TMC

বারাসতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সন্দেশখালির মহিলারা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে যথেষ্ট স্বস্তিতে সেখানকার মহিলারা। তৃণমূল নেতারা ওই মহিলাদের পরিচয় নিয়েই সন্দেহ প্রকাশ করেছিলেন। এমনকী মুখের পর্দা সরিয়ে সংবাদমাধ্যমের সামনে আসার কথা বলেছিলেন এক তৃণমূল নেতা। আর সেই মহিলারাই এবার দেখা করলেন মোদীর সঙ্গে। তাঁদের দুঃখ, কষ্ট, নির্যাতনের কথা তাঁরা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন তাঁরা। 

সংবাদমাধ্য়মের ক্য়ামেরার সামনে এক মহিলা বলেন, আমরা গিয়ে নমস্কার করলেন। মোদী বললেন আপনাদের নমস্কার করা দরকার। আপনারা মা দুর্গা। তিনি আমাদের কথা শুনলেন। একজন আধিকারিককে লিখে নিতে বললেন। কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন বলেছেন। কোনও সমস্যা হবে না বলে তিনি জানিয়েছেন। জমি লুঠের কথা জানিয়েছেন তাঁরা। কীভাবে শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বাইক বাহিনী এলাকায় দাপিয়ে বেড়াত সেসব কথা মহিলারা তাঁর কাছে তুলে ধরেন। 

এদিকে একদিকে সন্দেশখালিতে তাঁদের দিনের পর দিন ধরে অত্যাচারিত হতে হয়েছিল। আবার সন্দেশখালির ঘটনা নিয়ে তাঁরা যখন মুখ ঢেকে কথা বলছিলেন তখন তাঁদেরই অপমান করেন তৃণমূল নেতৃত্ব। 

আর সন্দেশখালির সেই মহিলারাই এবার মুখ খুললেন  রাজ্য সরকারের কাছে। সন্দেশখালির মহিলাদের দুর্গাশক্তির সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী। তিনি তাঁদের নানাভাবে আশ্বাস দিয়েেছেন।

এদিেক  কয়েকজন মহিলা আবার সন্দেশখালি থেকে আসার পরে মোদীর সঙ্গে দেখা না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, কত বাধা টপকে এখানে এলাম। কিন্তু তিনি আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারলেন না। তিনি চলে গেলেন। এটা ঠিক নয়। 

এদিকে মহিলাদের একাংশের দাবি, আগের রাতে কত বাধা দেওয়া হয়েছিল। এখানে আসতে বাধা দেওয়া হয়েছিল। তারপরেও আমরা এখানে এসেছি। তবে মোদীর সঙ্গে যাঁরা দেখা করতে পারেননি তাঁদের পাশে সহ সকল মহিলাদের পাশে বিজেপি থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে এবারের ভোটে সন্দেশখালি ইস্যুকে যে তুলে আনা হচ্ছে এটা বলাই বাহুল্য।