NCW Report on Sandeshkhali: বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ, সন্দেশখালি নিয়ে রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের

সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাষ্ট্রপতি শাসন জারি করা, সন্দেশখালি থানায় মোতায়েন পুলিশ কর্মীদের বদল, গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থা জোরদার করা এবং অপরাধের শিকারদের জন্য সহায়ক পরিষেবা প্রতিষ্ঠা সহ বেশ কয়েকটি সুপারিশ করে জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) একটি প্রতিবেদন জমা দিয়েছে। কী আছে সেই রিপোর্টে?

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন এবং গত মাসে এই সন্দেশখালি সম্পর্কে কমিশনের তথ্যানুসন্ধানী দলের মতামতের ভিত্তিতে তাঁর রিপোর্ট জমা দেন।

প্রতিবেদনে পশ্চিমবঙ্গের বসিরহাট জেলায় বিশেষত তৃণমূল কংগ্রেস (টিএমসি) পার্টি অফিসে নিয়ে গিয়ে মহিলাদের সঙ্গে কী ধরনের আপত্তিকর ঘটনা ঘটানো হয়েছে তারই বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মহিলাদের বেআইনিভাবে আটকে রাখা, ধর্ষণ, শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

জাতীয় মহিলা কমিশনের অভিযোগ, শেখ শাহজাহানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার করার পর তাঁকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করে তৃণমূল।

জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনাগুলির তদন্তের জন্য শর্মার নেতৃত্বে একটি তদন্ত কমিটি (আইসি) গঠন করা হয়েছিল।

সন্দেশখালিতে গিয়ে আইসি শারীরিক ও যৌন নির্যাতন, জমি সংক্রান্ত অভিযোগ এবং পরিবারের পুরুষ সদস্যদের অন্যায়ভাবে গ্রেপ্তারের অসংখ্য অভিযোগ পেয়েছেন। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারসহ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের দেখা করার চেষ্টা গাফিলতি ও উদাসীনতার মুখে পড়ে।

জাতীয় মহিলা কমিশন তার রিপোর্টে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা, হিংসার তদন্তে কেন্দ্রীয় বা বিচার বিভাগীয় সংস্থা নিয়োগ, সন্দেশখালিতে পুলিশ কর্মীদের বদল এবং শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার সহ বেশ কয়েকটি সুপারিশ পেশ করেছে।

এছাড়াও হিংসর মূল কারণগুলো চিহ্নিত করতে এবং গ্রামের শান্তি ফেরাতে সেই রিপোর্টে গ্রামবাসীদের জন্য আর্থ-সামাজিক প্রকল্প বাস্তবায়ন, কমিউনিটি সচেতনতা কর্মসূচি এবং ভিকটিম সাপোর্ট সার্ভিস বাড়ানোর সুপারিশ করা হয়।

এদিকে সন্দেশখালির মহিলাদের একাংশ বুধবার বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। মোদী তাঁদের নানাভাবে আশ্বস্ত করেন বলে খবর। সন্দেশখালি ইস্যু গোটা বাংলা জুড়ে ঝড় তুলবে বলেও জানিয়েছেন মোদী।