Private Hospitals Rates: সাধ্য়ের মধ্য়ে নার্সিংহোমে চিকিৎসা! রেট ঠিক করতে কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ, টেনশন কমবে আমজনতার

সুপ্রিম কোর্টের তরফে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে নির্দেশ দেওয়া হয়েছে যে গোটা দেশে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ যাতে সামর্থ্য়ের মধ্য়ে থাকে। সেকারণে রেট ঠিক করার জন্য বলা হয়েছে। খবর বার অ্যান্ড বেঞ্চ সূত্রে। 

সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে  গোটা দেশ জুড়ে যে বেসরকারি হাসপাতালগুলি রয়েছে সেখানকার রেটচার্ট যাতে সামর্থ্যের মধ্য়ে হয় সেটা দেখতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে এই নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করার পরেই এই পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 

বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহেতা জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে যাতে সাধারণ মানুষ সাধ্য়ের মধ্যে চিকিৎসা পান সেই বিষয়টি এড়িয়ে যেতে পারে না  কেন্দ্রীয় সরকার। আসলে সুপ্রিম কোর্টের কাছে একটা আবেদন এসেছিল যাতে ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট অ্যাক্ট অনুসারে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার রেটকে বেঁধে দেওয়া হয়। এনিয়ে যেন সুপ্রিম কোর্ট নির্দিষ্ট নির্দেশ দেয় সেকারণে আবেদন করা হয়েছিল। 

ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট ( সেন্ট্রাল গভর্নমেন্ট) রুলস ২০১২ অনুসারে বেসরকারি হাসপাতালের ফি ধার্য্য করার অনুরোধ জানিয়ে এই মামলা করা হয়েছিল। সেই ৯ নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে সময় সময়ে মেডিক্যাল ক্লিনিকের জন্য় ফি ঠিক করবে। 

তবে শীর্ষ আদালত আপাতত জানিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যোগাযোগ রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে মিটিংয়ে বসার ব্যাপারেও বলা হয়েছে। তবে বিচারপতিদের বেঞ্চের পর্যবেক্ষণ হাসপাতালের চিকিৎসার রেট সেন্ট্রাল গভর্নমেন্টের হেল্থ স্কিমের আওতায় একাধিক ক্ষেত্রে নির্ধারিত করা রয়েছে। তবে কোর্টের তরফে সতর্ক করে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার যদি একটি নির্দিষ্ট পদক্ষেপ না নেয় তবে CGHS রেটকেই নিয়মিত রেট হিসাবে ধরে নেওয়া হবে। এটাকে অন্তর্বর্তী কালীন পদক্ষেপ হিসাবে ধরা হবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বহুক্ষেত্রেই বিপুল খরচের কথা ভেবেই পিছিয়ে আসেন অনেকে। সেক্ষেত্রে এবার হয়তো কিছুটা হলেও স্বস্তি ফিরবে।