“Ranji gives national players chance to sometimes rediscover basics”: Sachin get to know

মুম্বই: আইপিএলকে গুরুত্ব দিয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে চাননি। যার শাস্তি হিসেবে শ্রেয়স আইয়ার ও ঈশান কিশানকে (Ishan Kishan) কড়া বার্তা দিয়েছে বিসিসিআই। বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁদের। এই ইস্যুতে এবার মুখ খুললেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। আন্তর্জাতিক ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলা উচিৎ বলে মনে করেন মাস্টার ব্লাস্টার। 

বিরাট, রোহিত, বুমরা, জাডেজা যাঁরা দেশের জার্সিতে ধারাবাহিকভাবে খেলেন তাঁদের জন্যই হয়ত সচিনের বার্তা। নিজের সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলছেন, “আমাদের সময় আমি যখনই সু্যোগ পেয়েছি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছি। আমাদের ড্রেসিংরুমের পরিবেশটা দারুণ ছিল। প্রায় ৬-৭ জন আন্তর্জাতিক পর্যায়ের প্লেয়ার থাকত। এর ফলে দলের পারফরম্যান্সও ভাল হত। অনেক তরুণ ক্রিকেটার সিনিয়র প্লেয়ারদের সান্নিধ্যে এসে নিজেরা শেখার জায়গা পায়। নতুন অনেক প্রতিভা উঠে আসে মাঝে মাঝে।”

উল্লেখ্য, শ্রেয়স, ঈশানকে বোর্ডের চুক্তির বাইরে রেখে তরুণ ক্রিকেটারদের কঠিন বার্তা দিতে চেয়েছে বোর্ড। তবে এই ইস্যুতেও অবশ্য শ্রেয়সের পাশে দাঁড়িয়েছিলেন সুনীল গাওস্কর। 

লিটল মাস্টার তাঁর কলামে লিখেছেন, ‘বোর্ড কয়েকদিন আগে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে আর সেখানে শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণের নাম নেই। মনে করা হচ্ছে, রঞ্জি ট্রফি না খেলার জন্য তাঁরা বাদ পড়েছেন। জানি না কেন ঈশান ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি খেলল না। তবে শ্রেয়স সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে খেলছে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই শ্রেয়স রঞ্জি ট্রফি খেলেছে। তাই এটা বলা যায় না যে, শ্রেয়স একেবারেই রঞ্জি ট্রফি খেলতে চায়নি।’

তিনি আরও লিখেছিলেন, ‘ও কোয়ার্টার ফাইনাল ম্যাচটা খেলেনি। তবে ঠিক সেই সময়েই পিঠের সমস্যার জন্য ও তৃতীয় টেস্টেও খেলতে পারবে না বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিল। বেশিক্ষণ ব্যাট করলেই ওর পিঠে যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছিল।’

উল্লেখ্য, শ্রেয়স আইপিএলে কেকেআর দলের অধিনায়ক। চোটের জন্য গত মরশুমে মাঠে নামতে পারেননি তিনি। এবার অবশ্য প্রথম থেকেই মাঠে নামার কথা এই ডানহাতি ব্যাটারের। অন্যদিকে ঈশান কিষাণ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। আইপিএলের সবচেয়ে সফল দলের হয়ে খেলেন তিনি। এতদিন রোোহিত শর্মা এই দলের অধিনায়ক ছিলেন। তবে নতুন মরশুমে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে খেলতে দেখা যাবে মুম্বই শিবিরকে। 

 

আরও দেখুন