Semester system in HS:উচ্চমাধ্যমিকে পরীক্ষা হবে ২ বার! এবার থেকেই চালু সেমেস্টার, কারা প্রথম ব্যাচ?

নয়া শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে সেমেস্টার প্রথা চালু হয়ে যাচ্ছে। ঘোষণা করে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণিতে ভরতি হতে চলেছেন, তাঁদের হাত ধরেই উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টার প্রথা চালু হচ্ছে। আর সেমেস্টার প্রথায় তাঁরাই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন (২০২৫-২৬ শিক্ষাবর্ষ)। যে নয়া প্রথা অনুযায়ী, এখন যেমন একটি চূড়ান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা (দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা) হয়, সেটা আর হবে না। বরং দুটি সেমেস্টার মিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। ওই দুটি সেমেস্টারের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত রেজাল্ট তৈরি হবে পড়ুয়াদের।

বুধবার সন্ধ্যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষ সেমেস্টার প্রথা চালুর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুলশিক্ষা দফতর।’ তবে কীভাবে সেই সেমেস্টার প্রথা চালু হবে, কবে কী পরীক্ষা হবে, সিলেবাস কী হবে, তা আপাতত সংসদের তরফে জানানো হয়নি। পরবর্তীতে সেই বিষয়টি বিস্তারিতভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংসদের সভাপতি।

আরও পড়ুন: HS 2025 Full Routine and Timings: একটানা ৬ দিন পরীক্ষা! ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের পুরো রুটিন দেখুন, কটায় শুরু হবে?

এমনিতে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল যে একাদশ শ্রেণিতে প্রথম সেমেস্টার হবে ২০২৪ সালের নভেম্বরে। ২০২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। তারপর দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা (উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টার) হবে ২০২৫ সালের নভেম্বরে। আর দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা (উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টার) হবে ২০২৬ সালের মার্চে। 

(বিস্তারিত পরে আসছে)