Sundarban New Project: সুন্দরবনের ৩৫ দ্বীপে বিরাট কাজ করবে রাজ্য, ৪০০০ কোটির প্রকল্প, পর্যটনেও বড় দিশা

সামনেই লোকসভা ভোট। ১৩ই মার্চের পরেই ভোটের দিন ঘোষণা হতে পারে অনেকেই অনুমান করছেন। অন্তত ১২ মার্চের মধ্য়েই যাবতীয় বকেয়া কাজ শেষ করার ব্য়াপারে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর সেই নিরিখে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীকে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ভোটের দিন ঘোষণা হয়ে গেলে আর নতুন করে কাজ করার সুযোগ পাওয়া যাবে না। সেকারণে পড়ে থাকা কাজে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে বলা হয়েছে। 

এদিকে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী শশী পাঁজা। সেখানে সুন্দরবনের নানা ধরনের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, প্রতিবছর নিয়ম করে প্রাকৃতির দুর্যোগে ক্ষতির সম্মুখীন হতে হয় সুন্দরবন এলাকাকে। আর এর জেরে ক্ষতির হয় জমির। সেই ক্ষতির মোকাবিলা করতে SHORE নামে একটি প্রকল্প কাজ করছে। রাজ্য সরকার এই কাজ করছে। বিশ্বব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পে কাজ করা হবে। সব মিলিয়ে ৪,১০০ কোটি টাকা। ৭০: ৩০ শতাংশ শেয়ারে বিশ্বব্য়াংকের সঙ্গে যৌথভাবে এই কাজ করলে রাজ্য সরকার। 

সুন্দরবন এলাকার সামগ্রিক উন্নতিতে বড় প্রকল্পের কথা ঘোষণা করলেন মন্ত্রী। বহু দ্বীপের সমাহার রয়েছে এখানে। বছরের পর বছর ধরে এই দ্বীপে লুকিয়ে রয়েছে বঞ্চনার নানা কাহিনি। নানা অত্যাচার আর ক্ষোভের কাহিনি। তবে ভোটের মুখে সেই ক্ষোভকে দূরে সরিয়ে রেখে বড় উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করলেন মন্ত্রী। 

মন্ত্রী জানিয়েছেন, ওখানকার ৩৯টি দ্বীপে উন্নয়নের কাজ করা হবে। প্রথম পর্যায়ে ৫০ শতাংশ বাঁধ মেরামতির কাজ করা হবে। সেই সঙ্গেই ইকো ট্যুরিজমের কাজ করা হবে। পূনর্বাসন, ক্ষতিপূরণ সবটাই দেওয়া হবে। জানিয়েছেন মন্ত্রী। সব মিলিয়ে সুন্দরবনের জন্য় বড় প্রকল্পের কথা ঘোষণা করলেন মন্ত্রী। লোকসভা ভোটের আগে সুন্দরবন এলাকার বাসিন্দাদের মন ভেজাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

এক্ষেত্রে প্রশ্ন উঠছে তবে কি সন্দেশখালির ক্ষত মোছাতেই এই উদ্যোগ? 

তবে বাংলার মুখ্য়মন্ত্রী অবশ্য একাধিক ক্ষেত্রে বড় ঘোষণা করেছেন। আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও ৭৫০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। আইসিডিএস কর্মীদের ৫০০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে।