বরিশালে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বরিশাল বিসিসি মেয়র সহ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং নগরীর বিভিন্ন ওয়ার্ড সভাপতি সম্পাদক সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং সকল প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা ফুলের শ্রদ্ধায় ঐতিহাসিক ৭ই মার্চ কর্মসূচি পালন করে।  বৃহস্পতিবার (৭ই) মার্চ সকাল ১১ নগরীর বান্দরোডস্থ বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বিসিসির বিভিন্ন কর্মকর্তা ও দলীয় নেতি কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করে।এর পূর্বে একইস্থানে বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার,জেলা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা ফুলের শ্রদ্ধা নিবেদন করে।

পরবর্তী পর্যায়ক্রমে বরিশাল সমাজ সেবা অধিদপ্তর,এলজিইডি,সড়ক ও জনপথ অধিদপ্তর,গণপূর্ত অধিদপ্তর, শিক্ষা প্রকৌশলী,পানি উন্নয়ন বোর্ড, মহানগর মহিলা লীগ নেতৃবৃন্দ মেয়র পত্মী লুনা আব্দুল্লাহর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে। অন্যদিকে নগরীর সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ১১টায় প্রথমে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে করে শ্রদ্ধা নিবেদন করে।

এরপরই মহানগর আওয়ামী লীগ সভাপতি বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে মহানগর সহ ওয়ার্ড নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান গভীরভাবে ফুলের শ্রদ্ধা নিবেদন করে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি স্মরণ করে।

 



শাকিল/সাএ