Bangla Jokes Collection: সকাল সকাল কাটুক মজায়! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, মস্তিতে থাকুন সারা দিন

১। হন্তদন্ত হয়ে হাসপাতাল থেকে দৌড়ে পালাচ্ছিলেন এক রোগী। দরজার সামনে তাঁর পথ রোধ করলেন হাসপাতালের দারোয়ান।

দারোয়ান: কী হল? কোথায় যাচ্ছেন?

রোগী: আর বলবেন না! নার্স বলছিল, ‘ভয় পাবেন না। এটা খুবই সাধারণ একটা অপারেশন। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে।’

দারোয়ান: হ্যাঁ, সে তো ভালো কথাই বলেছে। নার্স আপনাকে সাহস দিচ্ছিল।

রোগী: আরে বুদ্ধু, সে আমার সঙ্গে নয়, ডাক্তারের সঙ্গে কথা বলছিল!

(আরও পড়ুন: হাসলে শরীর ভালো থাকে, সকাল সকাল পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর প্রাণভরে হাসুন)

২। হোটেলের সাইনবোর্ডে লেখা, যত ইচ্ছা খান, টাকা শোধ করবে আপনার নাতি।  

এক লোক হোটেলের এই সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন। খাওয়ার শেষে ওয়েটার হাজির বিল নিয়ে।

ওয়েটার: স্যার, আপনার বিল ৫০০ টাকা।

লোকটি: কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’

ওয়েটার: সেটা না হয় তিনিই দেবেন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন।

(আরও পড়ুন: মাসের শেষ দিন, তার উপর লিপ ইয়ার! সব মিলিয়ে মন ভালো রাখতেই হবে আজ, পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৩। বাড়ির মালিক মারা গিয়েছেন। চাকর হাউমাউ করে কাঁদছে। প্রতিবেশীরা এসে জিজ্ঞেস করল, ‘কী হয়েছিল তোমার মালিকের?’

চাকর জবাব দিল, ‘ভারি ভুলোমনা মানুষ ছিলেন তিনি। বোধ হয় গত রাতে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন।’

(আরও পড়ুন: মাসের প্রথম দিনে মেজাজ ভালো রাখতেই হবে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)

৪। সভাপতি পার্টির সভায় যোগ দিতে এসেই টেবিলের ওপর একটা চিরকুট পেলেন, তাতে লেখা— গাধা !

সভার বক্তৃতা দেবার সময় তিনি কথাটা ঘুরিয়ে বললেন, ‘এমন অনেক উদাহরণ আছে— মানুষ চিঠি লিখে তার তলায় নিজের নাম সই করতে ভুলে গিয়েছে। কিন্তু আজ আমি একটা নতুন জিনিস দেখলাম। এখানে এসে আমি একটা চিঠি পেলাম, তাতে লেখক নিজের নাম স্বাক্ষর করেছেন, কিন্তু আসল চিঠিটাই লিখতে ভুলে গিয়েছেন।’

(আরও পড়ুন: সকাল হাসি মাস্ট! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর সোমবার সকালটা হোক মজাদার)

৫। প্রবীণ ক্রিকেটার বলছে এক নবীন ক্রিকেটারকে, ‘জানো, আমি যখন খেলতাম, তখন প্রতি ম্যাচেই স্কোরবোর্ডে আমার নামের পাশে ১০০ কিংবা তারও বেশি রান থাকত।’

নবীন ক্রিকেটার: জানি। এবং এ-ও জানি, আপনি ছিলেন একজন বোলার!