Locking leopard in room: মোবাইলে গেল খেলার সময় ঘরের ভিতর ঢুকে পড়ল চিতা, তারপরে যা করল কিশোর…

ঘরের ভিতরে মোবাইলে গেম খেলতে ব্যস্ত এক কিশোর। ঠিক সেই সময় তার সামনের দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল একটি আস্ত চিতাবাঘ। আর মোবাইল থেকে চোখ সরিয়ে সেই হাড়হিম দৃশ্য দেখে একটুও বিচলিত না হয়ে কিশোর যা করল তাতে হতবাক হয়ে গেল সকলেই। কিশোরের উপস্থিত বুদ্ধির জেরে কোনওরকম ক্ষয়ক্ষতি ছাড়াই বন বিভাগের হাতে ধরা পড়ল চিতাবাঘটি। এমন ঘটনা ঘটছে মহারাষ্ট্রের মালেগাঁওতে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ১২ বছর বয়সি ওই কিশোরের উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

আরও পড়ুন: আলিপুরদুয়ারে বন্ধ চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্কে স্থানীয়রা

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিশোর বাবার অফিস ঘরে বসে মোবাইলে গেম খেলতে মগ্ন রয়েছে। ঠিক সেই সময় চিতাবাঘটি ঘরের ভিতরে ঢুকে পড়ে। তবে চিতাবাঘটি ওই কিশোরকে লক্ষ্য করেনি। কিন্তু, চিতাবাঘটিকে দেখার পরেই কিশোর চুপচাপ ফোন রেখে দেয়। এরপর ধীরে ধীরে সে সোফা থেকে উঠে গিয়ে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে সে অন্যান্য স্থানীয়দের জানালে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে বন কর্মীরা চিতাবাঘকে উদ্ধার করে।

 

কিশোরের কথায়, ‘চিতাবাঘ আমার খুব কাছাকছি ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু আমি চুপচাপ সোফা থেকে নেমে অফিস থেকে বেরিয়ে আসি। এরপর আমি দরজা বন্ধ করে দিই।’ কিশোরের বাবা জানান, সে অফিসের দরজার কাছেই বসে ছিল। সেই সময় চিতাবাঘটি সোজা ভিতরে ঢুকে পড়েছিল। ছেলেটিকে লক্ষ্য না করে ভিতরের কেবিনে ঢুকে পড়ে চিতাবাঘটি। এরপর সে কোনওভাবে অফিস থেকে বেরিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপরে বন বিভাগকে খবর দেওয়া হলে কর্মীরা এসে চিতাবাঘকে ঘুম পাড়ানি গুলি দিয়ে কাবু করে উদ্ধার করে নিয়ে যায়।

মালেগাঁও রেঞ্জের বন কর্মকর্তা বৈভব হিরে বলেন, ‘ছেলেটি যখন অফিসে চিতাবাঘটিকে আটকে রেখেছিল তখন আমাদের কর্মীরা আশেপাশে ছিলেন। আমরা নাসিক শহর থেকে একটি দলকে ডেকেছিলাম। পরে, ৫ বছরের পুরুষ চিতাবাঘটিকে ঘুম পাড়ানি গুলির সাহায্যে শান্ত করা হয়েছিল এবং পরে উদ্ধার করা হয়।’