Mamata on BSF: ভোটের মুখে ফের BSFএর বিরুদ্ধে বিষ উগরালেন মমতা, দাবি করলেন শাস্তির

লোকসভা ভোটের মুখে ফের একবার দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতায় তৃণমূলের মিছিল শেষে সভায় তিনি বিএসএফের বিরুদ্ধে বিদেশি নাগরিককে খুনের অভিযোগ তুলে বাহিনীর জওয়ানদের শাস্তি দাবি করেন তিনি। সঙ্গে দলীয় নেতা – কর্মীদের বলেন, এদের দিকে ফিরে তাকাবেন না।

আরও পড়ুন: সভা থেকে ফেরার পথে নন্দীগ্রামে TMC কর্মীদের ওপর হামলা, কাঠগড়ায় BJP

মমতা বলেন, ‘এখন থেকেই পাঠিয়ে দিয়েছে। সব ঘুরে বেড়াচ্ছে। গতকাল বাংলাদেশ থেকে আমাদের পুলিশকে অভিযোগ জানিয়েছে। এটা একটা খারাপ উদাহরণ হয়? ইসকনের একজন পুরোহিত, তিনি শিক্ষিত, তাঁকে না কি বিএসএফ অত্যাচার করে মেরে দিয়েছে। এবার বাংলাদেশ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে, তোমাদের ওখানে আমাদের লোককে খুন করা হয়েছে। আমাদে যদি কেউ খুন হয়, বা কোনও অন্যায় না করলেও ইডি তার বাড়িতে গিয়ে গ্রেফতার করে PLMA কেসে, তাহলে বিএসএফ যদি অন্য দেশের নাগরিককে খুন করে তার বিরুদ্ধে গ্রেফতারি হয় না কেন? কেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয় না? তোমার যদি মনে হত বাংলাদেশি, তুমি কেস করতে। তুমি আইনত যা করার করতে। কাউকে মেরে দেওয়ার অধিকার তোমার নেই’।

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে কটাক্ষ করে মমতা বলেন, ‘পাঠিয়ে দিয়েছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সব স্কুল ছেড়ে দেও, সব কলেজ ছেড়ে দেও, সব হাসপাতাল ছেড়ে দেও, সব স্টেডিয়াম ছেড়ে দেও। বাবুরা এখন ঘুরে ঘুরে বেড়াবে আর বিজেপি করে বেড়াবে। ওদের দেখবেন, কিন্তু ফিরে তাকাবেন না। আর ভয় পাবেন না। যদি জিজ্ঞাসা করে কিসকো ভোট দেনা হ্যায়? বলবেন, আপকো’।

আরও পড়ুন: জনগর্জন সভার প্রস্তুতি মিটিংয়ে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্য়ে মারপিট, বিরক্ত অভিষেক

গত মাসেই উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের নালা তৈরির কাজের সময় দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ স্থানীয় শিশুর। সেই ঘটনাতেও বিএসএফকে কাঠগড়ায় তুলে সরব হয়েছিল তৃণমূল। এমনকী রাজ্যপালের কাছে নালিশ জানায় তারা। তাছাড়া রাজ্যে বিএসএফের এক্তিয়ারের গণ্ডি বৃদ্ধি নিয়ে তো কেন্দ্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লেগেই রয়েছে।