TMC MLA Lovely Moitra: স্কুল বন্ধ করে কর্মীসভা তৃণমূলের, অন্য কারণে ছুটি ছিল, দাবি লাভলির

লোকসভা ভোটের আগে প্রচারের ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। আর সেই প্রচারে নেমে একটি স্কুল বন্ধ করে কর্মীসভা করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়িকা  লাভলি মৈত্রর নেতৃত্বে চাঁদমারি অতুলকৃষ্ণ বিদ্যায়তন স্কুল বন্ধ রেখে কর্মীসভা করার অভিযোগ উঠেছে। ওই স্কুলের মাঠে তৃণমূলের তরফে কর্মীসভা করা হয়। আর এই অভিযোগ ঘিরে তীব্র সমালোচনায় সরব হয়েছে বিজেপি। তাদের বক্তব্য, কেন স্কুল বন্ধ রাখা হল? যদিও স্কুল বন্ধ করা হয়নি, স্কুলে ছুটি ছিল বলেই পালটা দাবি করেছেন লাভলি। স্কুলটিও আবার ছুটি থাকার অন্য কারণ দাবি করেছে। লোকসভা ভোটের আগে এরকম অভিযোগ পালটা অভিযোগকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সোনারপুরের রাজনীতি। 

আরও পড়ুনঃ দল না থাকলে রোজগার হবে না, তাই গ্রুপবাজি বন্ধ করুন: TMC বিধায়ক লাভলি মৈত্র

জানা গিয়েছে, বুধবার ওই স্কুলের মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করে তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে ওইদিনই স্কুলটি ছুটি ছিল। বিজেপি অভিযোগ তুলেছে, শুধুমাত্র কর্মীসভা করার জন্যই স্কুল বন্ধ রেখেছিল তৃণমূল। এবিষয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, শিক্ষাক্ষেত্রে তৃণমূলের কোনও আগ্রহ নেই। তৃণমূল পড়ুয়াদের কথা ভাবে না। এপ্রসঙ্গে নরেন্দ্রপুরের স্কুলের কথা তুলে ধরে তিনি তৃণমূলের কড়া সমালোচনা করেন। কেন স্কুল বন্ধ রাখা হল? তাই নিয়ে তিনি  প্রশ্ন তোলেন। 

তবে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক লাভলি । তাঁর বক্তব্য, বিজেপি প্রচারের ময়দানে নেমে ভয় পাচ্ছে।তাই এসব ভিত্তিহীন দাবি করছে। তিনি বলেন, যাদবপুরের প্রার্থী এখনই ভয় পেয়ে গিয়ছেন। এখনও লড়াই অনেক বাকি রয়েছে। একইসঙ্গে স্কুল ছুটির অন্য কারণ রয়েছে বলেও দাবি করেছেন লাভলি । তিনি জানান, স্কুল বন্ধ রাখা হয়নি। স্কুল ছুটি দেওয়া হয়েছিল বিশেষ কারণে। কী কারণ তা স্কুলের সঙ্গে যোগাযোগ করলে জানা যাবে। এরপরেই স্কুলের সঙ্গে যোগাযোগ করা  হয়। সেক্ষেত্রে স্কুলের তরফেও দাবি করা হয়, তৃণমূলের কর্মীসভার কারণে নয়, স্কুলে বিদ্যুতের কাজ চলছে। সেইকারণে স্কুল বন্ধ রাখে হয়েছে। আজ থেকে পুনরায় স্কুল খুলে যাবে বলে স্কুলের তরফে জানানো হয়েছে। তবে স্কুল বন্ধ নিয়ে সোনারপুরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।