Abhijeet Ganguly: ‘ভগবান মনে করি না’, অভিজিতকে দুষে বলছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মন জয় করে নিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা প্রার্থীরা নিয়োগ নিয়ে আশার আলো দেখেছিলেন। একসময় বঞ্চিতদের ‘ভগবান’ হিসেবেই পরিচিত হয়ে উঠেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন চাকরিপ্রার্থীরা। এসএলএসটি চাকরিপ্রার্থীদের একাংশের বক্তব্য, তাঁরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আর ভগবান বলে মনে করেন না। 

আরও পড়ুনঃ তমলুকে শুরু হয়ে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে BJPর দেওয়াল লিখন

চাকরিপ্রার্থীদের অভিযোগ, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিপ্রার্থীদের কথা ভাবেননি। তাঁর জন্যই আরও জটিলতা তৈরি হয়েছে। সেই কারণে এখনও তাঁরা নিয়োগ পাননি। এসএলএসটির এক চাকরিপ্রার্থীর বক্তব্য, নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশের ফলে আরও জটিলতা তৈরি হয়েছে। তা নাহলে এতদিনে তাঁরা চাকরি পেয়ে যেতেন। কিন্তু, বঞ্চিত চাকরিপ্রার্থীরা যে চাকরি পাননি সেদিকটা তিনি ভাবেননি।

শুধু তাই নয়, অভিজিতকে কাঁচা রাজনীতিক বলেও মন্তব্য করেছেন বঞ্চিতদের একাংশ। তাঁদের মতে, অভিজতের মধ্যে বিচারপতি সত্তা আর রাজনীতিক সত্তার কোনও পার্থক্য নেই। তাই অভিজতকে তাঁরা ভগবান বলে মানেন না।  

এদিকে, চাকরিপ্রার্থীদের কথায় একমত তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনিও দাবি করেছেন, আইনি জটে চাকরিপ্রার্থীদের সমস্যা বাড়ানো হয়েছে। উনি সব সময় বিজেপির হয়েই কাজ করে গিয়েছেন। আর তাঁর ফলে সমস্যায় পড়তে হচ্ছে চাকরিপ্রার্থীদের। যদিও এবিষয়ে কিছু জানাতে চাননি অভিজিৎ। তাঁর বক্তব্য, পরে এবিষয়ে তিনি বলবেন। 

প্রসঙ্গত, বিচারপতির চেয়ারে থাকার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকার এবং শাসক দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। তখন থেকেই তিনি তৃণমূলের চক্ষুশূল ছিলেন । ফলে ইস্তফা দিতেই তাঁর বিরুদ্ধে জোরদার আক্রমণ করে চলেছেন তৃণমূলের নেতারা। তবে বিজেপিতে যোগ দিয়েই অভিজিৎ বলেন, এখন তাঁর উদ্দেশ্য হল ২০২৪ থেকে তৃণমূলের বিদায়লগ্নের সূচনা করে দেওয়া।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে ‘সুযোগ সন্ধানী’ এবং ‘বিজেপি বাবু’ বলে কটাক্ষ করেছেন। শুধু তাই নয় তৃণমূলের বহু নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করে চলেছেন। এদিকে, প্রার্থী ঘোষিত হওয়ার আগেই তমলুকে অভিজিতের নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে বিজেপি। তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় শুক্রবার সকালে চোখে পড়ে বিজেপির দেওয়াল লিখন।