Bengal shooter Mehuli Ghosh encouraged by a letter from PM Modi ahead of Paris Olympics 2024 ABP Live Exclusive

সন্দীপ সরকার, কলকাতা: প্যারিস অলিম্পিক্সে তিনি ভারতের অন্যতম পদক সম্ভাবনা। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ধারাবাহিকভাবে সফল। এশিয়ান গেমস হোক বা জাতীয় গেমস, তিনি লক্ষ্যভেদ করে চলেছেন।

প্যারিস অলিম্পিক্সের আগে বাংলার শ্যুটার সেই মেহুলি ঘোষ (Mehuli Ghosh) পেয়ে গেলেন প্রধানমন্ত্রীর (PM Modi) অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা। বঙ্গ শ্যুটারকে উৎসাহ দিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সঙ্গে জানিয়ে রাখলেন দেশকে আরও গর্বের মুহূর্ত উপহার দেওয়ার আব্দার। 

মেহুলিকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘প্রিয় মেহুলি, গোটা দেশের তরফে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যেভাবে ভারতীয় ক্রীড়া জগতে আপনি অবদান রেখে চলেছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আপনার পারফরম্যান্স দেশকে গর্বিত করেছে। ২০১৮ সালে আইএসএসএফ বিশ্বকাপে আপনি জোড়া পদক জিতেছিলেন ভারতীয় প্রতিযোগীদের মধ্যে অন্যতম কনিষ্ঠ হিসাবে। জুনিয়র বিভাগে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। আপনি প্রবল নিষ্ঠা আর সাধনা দেখিয়েছেন।’

ভারতীয় ক্রীড়াবিদদের প্রস্তুতিকে আরও উন্নত করে তোলার জন্য একটি বিশেষ প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। মোদি চিঠিতে লিখেছেন, ‘টপস (TOPS) প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক পরিকাঠামোয় প্রস্তুতির সুযোগ করে দেওয়া, ভারতীয় অ্যাথলিটদের জন্য বিদেশি কোচ ও সাপোর্ট স্টাফদের নিয়ে আসা এবং অন্যান্য সমস্ত রকমভাবে সাহায্য করা, এরকম বিভিন্ন উপায়ে ভারতের প্রত্যেক অ্যাথলিটের সাফল্যের শরিক হতে পেরে আমরাও খুশি। দেশের তরুণ প্রজন্ম আপনাদের দেখে অনুপ্রেরণা পাবে। খেলাধুলোয় সবরকম সাহায্য়ের জন্য তৈরি টপস প্রকল্প নিয়ে সকলকে সচেতন করে তোলা ও এবং খেলাধুলোয় সবরকম সুযোগ সুবিধা নিয়ে জানানোর মাধ্যমে তরুণদেরও অনুপ্রাণিত করে তুলতে পারবেন, যাতে তাঁরাও সাফল্যের পথে হাঁটেন। তাতে আমাদের দেশের খেলাধুলোর সংস্কৃতিই যে সমৃদ্ধ হবে শুধু তাই নয়, সুস্থ সবল ভারত গড়ে তুলতেও সাহায্য করবে।’

আপাতত ভোপালে জাতীয় শিবিরে প্রস্তুতিতে ডুবে রয়েছেন মেহুলি। সেই শিবির শেষ হবে ১০ মার্চ। অলিম্পিক্সের ট্রায়াল রয়েছে তারপর। অলিম্পিক্সের জন্য মেহুলিকে আগাম বার্তা পাঠিয়ে রেখেছেন মোদি। চিঠিতে লিখেছেন, ‘আপনার সাফল্যের জন্য আরও একবার অভিনন্দন জানাই। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করুন। ২০২৪ সাল ভারতীয় খেলাধুলোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্যারিস অলিম্পিক্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে এ বছর। আপনাকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম। অনুপ্রাণিত থাকুন আর সকলকে অনুপ্রেরণা জুগিয়ে যান এভাবেই।’

হুগলির বৈদ্যবাটির বাড়িতে প্রধানমন্ত্রীর চিঠি গ্রহণ করেছেন মেহুলির মা মিতালি ঘোষ। তিনি বলছেন, ‘মেহুলি তখন প্র্যাক্টিসে ছিল। আমি ভোপালে ফোন করে ওকে খবরটা দিই। ও উচ্ছ্বাস দেখিয়েছে। শিবির শেষ করে ও ১০ মার্চ হায়দরাবাদে ফিরবে। সেখানে আবার শুরু হবে প্রস্তুতি।’ মেহুলির মা যোগ করছেন, ‘প্রধানমন্ত্রীর চিঠি দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ওকে আরও পরিশ্রম করতে হবে, যাতে দেশকে আরও পদক উপহার দিতে পারে।’

আরও পড়ুন: তাঁকে খেলানো নিয়ে কুম্বলে-কোহলির ঝগড়া! সেই ধর্মশালাতেই ভেল্কি কুলদীপের

আরও দেখুন