East-West Metro full service: কবে হাওড়া ময়দান মেট্রোর পরিষেবা শুরু হচ্ছে? অক্টোবরেই ‘রেডি’ ইস্ট-ওয়েস্ট করিডর

আট থেকে নয়দিনের মধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে। এমনই আশ্বাস দিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের (গ্রিন লাইন) দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এবং মেট্রো রেলওয়ের শীর্ষ কর্তারা। অর্থাৎ গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেও বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য আরও কিছু অপেক্ষা করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই আমজনতার জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশের ‘দরজা’ খুলে দেওয়া হবে। তবে আপাতত নির্দিষ্টভাবে কোনও দিন জানানো হয়নি। খুব শীঘ্রই সেই দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হতে পারে বলে মেট্রো সূত্রে খবর। আর সেটা হয়ে যাওয়ার পরে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পুরো ১৬.৬ কিলোমিটার অংশে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা পূরণের দিকে যাবতীয় মনোযোগ দিতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। কেএমআরসিএলের এক শীর্ষকর্তার আশা, আগামী অক্টোবরের মধ্যেই  ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করে দেওয়া যাবে।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে বাণিজ্যিক পরিষেবা

মেট্রো সূত্রে খবর, প্রাথমিকভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের  হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে সপ্তাহে ছ’দিন বাণিজ্যিক পরিষেবা মিলবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার মেট্রো চলবে না। যে ধাঁচে এখন  ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে মেট্রো চালানো হয়। ওই অংশেও রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকে। আসলে আপাতত কলকাতা মেট্রোর যতগুলি লাইন আছে, সেগুলির মধ্যে শুধুমাত্র নর্থ-সাউথ করিডরেই (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) প্রতিদিন মেট্রো চলাচল করে।

আরও পড়ুন: Kolkata metro fare list from Esplanade: এসপ্ল্যানেড থেকে যেতে পারবেন ৩০ মেট্রো স্টেশনে! কোথায় কত ভাড়া পড়বে? রইল তালিকা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে পরিষেবা

এক দশকেরও বেশি সময় ধরে যে দিনটার জন্য অপেক্ষা করা হচ্ছে, সেটা অক্টোবরেই আসতে পারে। মেট্রো সূত্রে খবর, জুলাইয়ের যে ‘ডেডলাইন’ নির্ধারণ করা হয়েছিল, সেটা কিছুটা পিছিয়ে যাচ্ছে। নয়া পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পুরো অংশে পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আপাতত সেই লক্ষ্যে কাজ চলছে। আর যেভাবে কাজ চলছে, তাতে অক্টোবরের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে পরিষেবা চালু করে দেওয়ার বিষয়ে আশাবাদী কেএমআরসিএল।

আরও পড়ুন: Howrah Maidan to Esplanade metro timings: ১০ মিনিট ছাড়াই মেট্রো চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেডে! কখন থেকে শুরু? কখন শেষ?

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশে পরিষেবা চালু হয়ে গেলে কলকাতা, সল্টলেক এবং হাওড়ার পরিবহণ ব্যবস্থা আমূল পালটে যাবে। এখনও প্রতিদিন সকালে হাওড়া-কলকাতার প্রচুর মানুষ বাসে করে তথ্যপ্রযুক্তি হাব সল্টলেক ও নিউ টাউনে যাতায়াত করেন। সন্ধ্যায় বাড়ি ফেরেন। তাতে অনেক সময় লাগে। যানজট হয়। আর মেট্রো চালু হয়ে গেলে মানুষ অনায়াসে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে চলে আসতে পারবেন। বাঁচবে প্রচুর সময়। কমবে ঝক্কি।

আরও পড়ুন: Underwater metro ride cost in Kolkata: মেট্রোয় চেপে গঙ্গার তলায় যেতে ঠিক কত টাকা লাগবে? রইল হিসাব, কবে যেতে পারবেন?