Garry Kasparov: কিংবদন্তি দাবাড়ু ক্যাসপরভকে ‘জঙ্গি’ ঘোষণা পুতিনের রাশিয়ার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়ার আর্থিক পর্যবেক্ষণ সংস্থা বুধবার দাবা গ্র্যান্ডমাস্টার এবং রাজনৈতিক কর্মী গ্যারি কাসপারভকে ‘সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের’ তালিকায় যুক্ত করেছে।

৬০ বছর বয়সী এই প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী ছিলেন এবং বারবার ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কথা বলেছেন।

রোসফিনমনিটরিং ওয়াচডগ আসলে মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থ সাহায্যের বিরুদ্ধে লড়াইয় করে। এই তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা যেতে পারে।

 

আরও পড়ুন: Rohit Sharma-Shubman Gill: রোহিত-শুভমনের ‘ডাবল ধামাকা’য় মজার সব ফিল্মি মিম

কেন এটি তালিকায় সোভিয়েত বংশোদ্ভূত কাসপারভকে যুক্ত করেছে তা বলা হয়নি। ক্রেমলিন প্রায়ই তাদের বিরুদ্ধাচরণ করা মানুষদের ‘চরমপন্থী’ বা ‘বিদেশী এজেন্ট’ বলে অভিহিত করে।

কাসপারভ ট্যুইটারের একটি লেবেল নিয়ে কৌতুক করেছিলেন।

আরও পড়ুন: Mohammad Shami | BJP: বসিরহাটে বিজেপির বাজি কি ক্রিকেটার মহম্মদ শামি? জোর জল্পনা…

তিনি লেখেন, ‘একটি সম্মান যা আমার তুলনায় পুতিনের ফ্যাসিবাদী শাসন সম্পর্কে বেশি কথা বলে’।

কাসপারভকে বিশ্বের অন্যতম সেরা দাবা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় এবং তিনি এক দশকেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। সেখান থেকেই তিনি রাজনৈতিক সক্রিয়তার দিকে মনোনিবেশ করেছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে তিনি কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য পশ্চিমাদের আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন যে রাশিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থা ফেরানোর ‘প্রাক-শর্ত’ হল ইউক্রেনকে এই যুদ্ধে মস্কোকে হারাতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)