HS new syllabus: উচ্চমাধ্যমিকের ৬২ বিষয়েরই সিলেবাস পালটে গেল! কবে নয়া বই আসবে? কেমন পরিবর্তন হল?

উচ্চমাধ্যমিকের প্রতিটি বিষয়ের সিলেবাস পালটে যাচ্ছে। নয়া শিক্ষাবর্ষ থেকেই সেই নয়া সিলেবাস চালু হতে চলেছে। অর্থাৎ যে পড়ুয়ারা এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তারাই প্রথম ব্যাচ হবে, যারা নয়া সিলেবাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করবে। আর ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে (সেমেস্টার পদ্ধতিতে)। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, নয়া পাঠ্যক্রমের ভিত্তিতে বই ছাপার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেই বই বাজারে চলে আসবে বলে সংসদের তরফে জানানো হয়েছে। যদিও তাতে উদ্বেগ কাটছে না পড়ুয়া এবং অভিভাবকদের একাংশের। কারণ এখন অনেকেই মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা শুরু করে দেয়। সেই পরিস্থিতিতে নয়া সিলেবাসের বই প্রকাশ করতে যত দেরি হবে, তত তাদের অসুবিধা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। 

উচ্চমাধ্যমিকে নয়া সিলেবাস

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে সেমেস্টার প্রথা চালু হতে চলেছে। আর সেই শিক্ষাবর্ষ থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণিতে নয়া সিলেবাস চালু করা হচ্ছে। বিষয়টি নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে যে ৬২টি বিষয় আছে, সেগুলির প্রতিটি বিষয়ের সিলেবাস পালটে যাচ্ছে। বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন হারে সিলেবাস পালটাচ্ছে। কোনও বিষয়ের সিলেবাস পালটাচ্ছে ৮০ শতাংশ। কোনও বিষয়ের ক্ষেত্রে কিছুটা কম সিলেবাস পালটাচ্ছে। 

আরও পড়ুন: Semester system in HS: উচ্চমাধ্যমিকে পরীক্ষা হবে ২ বার! এবার থেকেই চালু সেমেস্টার, কারা প্রথম ব্যাচ?

সেইসঙ্গে সংসদের সভাপতি জানিয়েছেন, নয়া সিলেবাসের ভিত্তিতে ইতিমধ্যে বই ছাপার কাজ শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই নয়া বই বাজারে চলে আসবে। দ্রুত যাতে বই বাজারে আনা যায়, সেজন্য প্রাথমিকভাবে প্রয়োজনে একটি সেমেস্টারের বই প্রকাশ করতে বলা হয়েছে। যাতে পড়ুয়ারা প্রাথমিকভাবে পড়াশোনা শুরু করতে পারেন। তারপর ধাপে-ধাপে বাকি সেমেস্টারের বই প্রকাশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নয়া বিষয় যুক্ত হচ্ছে উচ্চমাধ্যমিকে

সূত্রের খবর, সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাস পালটানো হয়েছে। সংসদের পড়ুয়ারা যাতে সর্বভারতীয় স্তরের পরীক্ষায় ভালো ফল করতে পারেন, সেটা মাথায় রেখেই সিলেবাস তৈরি করা হয়েছে। যুক্ত করা হয়েছে সাম্প্রতিক বিষয়। যে বিষয়গুলি সাম্প্রতিক সময় ভারত বা বিশ্বের ক্ষেত্রে দাগ কেটে গিয়েছে এবং সুদূরপ্রসারী প্রভাব আছে।

আরও পড়ুন: HS 2024 Result Date: কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবে? পরীক্ষা শেষের দিনেই জানিয়ে দিল সংসদ

যেমন ইতিহাসের ক্ষেত্রে এমন কিছু ঘটনা যুক্ত করা হয়েছে, যা ২০২৩ সালেই ঘটেছে বলে সূত্রের খবর। ওই মহলের দাবি, সেক্ষেত্রে ইতিহাসের কিছু পুরনো অংশ ছেঁটে ফেলা হয়েছে। যুক্ত করা হয়েছে নতুন অংশ। একইভাবে বাণিজ্য বিভাগের ক্ষেত্রেও নয়া বিষয় যুক্ত করা হচ্ছে। তাছাড়া বাংলা এবং ইংরেজির পাঠ্যক্রমের প্রায় পুরোটাই পালটে গিয়েছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: HS 2025 Full Routine and Timings: একটানা ৬ দিন পরীক্ষা! ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের পুরো রুটিন দেখুন, কটায় শুরু হবে?