MS Dhoni Stars Practicing At MA Chidambaram Stadium Ahead Of IPL 2024

চেন্নাই: গত বুধবার, ৬ মার্চই মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাইয়ে অবতরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল তাঁর ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এবার চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলনেও নেমে পড়লেন চেন্নাই শহরের প্রিয় ‘থালা’।

মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তা নিয়ে নতুন কিছুই বলার থাকে না। অনেক জল্পনা কল্পনা শোনা গেলেও ফের একবার এ মরশুমে সিএসকের হলুদ জার্সিতে মাঠে নামতে চলেছেন ধোনি। ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল মরশুম। এই ফ্র্যাঞ্চাইজি লিগ বাদে আর কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না ধোনি। তাই ম্যাচ ফিটনেসের জন্য প্রয়োজন অনুশীলন। সিএসকে অধিনায়ক বহুদিন আগেই নিজের অনুশীলন শুরু করে দিয়েছিলেন। তাঁর একাধিক ভিডিও অতীতে ভাইরাল হয়েছে। এবার সিএসকের ঘরের মাঠে অনুশীলনে নেমে পড়লেন তিনি। হলুদ ব্রিগেডের তরফে মাহির একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

ভিডিওটিতে সিএসকের টিম বাসে ধোনিকে অনুশীলন করতে যেতে দেখা যাচ্ছে। আর তাঁকে হলুদ জার্সিতে দেখেই পথচারীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ উঠে। স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষ, সকলেই ধোনিকে দেখে হাত নাড়ান। এই ঘটনাই ধোনির জনপ্রিয়তা প্রমাণের জন্য যথেষ্ট। মাহিও কিন্তু তাঁর অনুরাগীদের হতাশ করেননি। সমর্থকদের দিকে তিনিও একগাল হাসি নিয়ে হাত নাড়ান। সিএসকের তরফে ধোনির লম্বা চুলের হেলমেট হাতে এক ছবিও শেয়ার করেন। 

 

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কিন্তু ধোনিকে মাঠে নামতে দেখা যাবে। গতবার তাঁর নেতৃত্বেই সিএসকে রেকর্ড পঞ্চমবার আইপিএল খেতাব জেতে। তিনি (রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে) টুর্নামেন্টের সফলতম অধিনায়কও হয়ে যান। আইপিএলের স্বাভাবিক চল অনুযায়ী প্রতি বছরই টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত বছরের বিজয়ী দল মাঠে নামে। তাই এই বছর প্রথম ম্যাচটিতে মাঠে নামতে চলেছে ধোনির সিএসকে। প্রতিপক্ষ প্রাক্তন সিএসকে ফ্যান ফেভারিট ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচের অপেক্ষাতেই তাই এখন সমর্থকরা প্রহর গুনছেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন: আইপিএল ২০২৪ শেষেই অবসর নিচ্ছেন দীনেশ কার্তিক?