Seikh Sahjahan: শাহজাহানের বাড়ি ও অফিসে চলছে জোরদার সিবিআই তল্লাশি, সঙ্গে রয়েছে CFSL ও ED

বৃহস্পতিবারের পর শুক্রবারও সন্দেশখালিতে শাহজাহানের বাড়িসহ অন্যান্য ঠিকানায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে সিবিআই। এদিন শাহজাহানের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞরা। পুরো এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখে চলে তল্লাশি। শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

আরও পড়ুন: ‘সব মিথ্যে, আল্লাহ আছেন, বিচার হবেই’, প্রথমবার মুখ খুললেন ‘নেংটি ইঁদুর’ শাহজাহান

বৃহস্পতিবার শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়ি ও সরবেড়িয়ার বাজারে গিয়ে শুধু বাইরে থেকে ছবি তুলেই ফিরে এসেছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। শুক্রবার তাঁরা যান পুরো প্রস্তুতি নিয়ে। ১৫টি গাড়িতে করে প্রায় ৫০ জন সিবিআই আধিকারিকের দল পৌঁছয় সরবেড়িয়ায়। সেখান থেকে বেশ কয়েকটি গাড়ি চলে যায় শাহজাহানের বাড়িতে। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞ ও ইডি আধিকারিকরা। শাহজাহানের বাড়িতে তল্লাশির পর বাড়ি সিল করে দিয়েছিল ইডি এদিন ইডি আধিকারিকদের উপস্থিতিতেই সেই সিল খুলে ভিতরে ঢোকেন সিবিআইয়ের আধিকারিকরা। গত ৫ জানুয়ারি ইডির ওপর কী ধরণের হামলা হয়েছিল তা বুঝতে শাহজাহানের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। দেওয়ালে থাকা ইঁটের দাগ থেকেও নমুনা নিতে দেখা যায় তাঁদের।

আরও পড়ুন: সম্পর্কের গভীরতা কতটা? পার্থ-অর্পিতাকে নিয়ে বড় প্রশ্ন উঠল আদালতে

ওদিকে সরবেড়িয়া বাজারে শাহজাহান মার্কেটের যে অফিস থেকে শাহজাহান ব্যবসা পরিচালনা করত সেখানেও হানা দেন তদন্তকারীরা। অফিসের ভিতরে তল্লাশি চালানো ছাড়াও গোটা মার্কেটের থ্রিডি ম্যাপিং করেন তাঁরা। জিজ্ঞাসাবাদ করেন দিলদার বক্স মোল্লা নামে এক ব্যক্তিসহ বেশ কয়েকজনকে। গত ৫ জানুয়ারি এই দিলদারই আক্রান্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানি, বিনা অনুমতিতে প্রবেশসহ একাধিক অভিযোগ করেছিলেন। এদিন গোটা মার্কেট ঘুরে দেখেন সিবিআই আধিকারিকরা। সরবেড়িয়ায় শাহজাহানের এক আত্মীয়ের বাড়িতেও যান তাঁরা।