Arun Goel resignation: ‘খুবই উদ্বেগজনক!’ অরুণ গোয়েলের পদত্যাগ নিয়ে আশঙ্কা প্রকাশ তৃণমূল ও কংগ্রেসের

লোকসভা নির্বাচনের মুখেই পদত্যাগ করলেন দেশের অন্যতম নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। হঠাৎ তার এই পদত্যাগে জোর চর্চা শুরু  হয়েছে। কেন হঠাৎ পদত্যাগ করলেন অরুণ গোয়েল? কী কারণে তার এই পদত্যাগ তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নির্বাচন কমিশনারের এই পদত্যাগকে ‘উদ্বেগজনক’ বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে। 

শনিবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ হঠাৎ করেই পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। অন্য একটি নির্বাচন কমিশনারের পদ শূন্য রয়েছে। এর ফলে নির্বাচন কমিশনের হাতে এখন মাত্র ১ জন প্রধান নির্বাচন কমিশনার রয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘মোদি সরকার একটি নতুন আইন প্রবর্তন করেছে যে আইন অনুযায়ী প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর দ্বারা নির্বাচিত এক মন্ত্রীর সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচন কমিশনারদের নিয়োগ করা হবে। তাই, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, আজকের পদত্যাগের পরে মোদি এখন ৩ জন নির্বাচন কমিশনারের মধ্যে ২ জনকে নিয়োগ করবেন। এটি খুবই উদ্বেগজনক।’

আরও পড়ুন। লোকসভা ভোটের মুখে পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের, ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির

প্রবীণ কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল বলেছেন, ‘লোকসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের পদত্যাগ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের স্বাস্থ্যের পক্ষে গভীর উদ্বেগজনক। জাতীয় নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে এবং সরকার যেভাবে তাদের উপর চাপ সৃষ্টি করছে, তাতে কোনও স্বচ্ছতা নেই।’

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর ইস্তফাপত্র পাঠান অরুণ গোয়েল। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় তাঁর ইস্তফাপত্র অরুণ গোয়েল গ্রহণ করেছেন। 

আরও পড়ুন। হিমাচল প্রদেশে কংগ্রেস সরকারের পতন সময়ের অপেক্ষা! ১১ জন বিধায়ক উত্তরাখণ্ডে

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ নভেম্বর দেশের নির্বাচন কমিশনারের পদে দায়িত্বভার গ্রহণ করেন গোয়েল। ১৯৮৫ ব্যাচের অরুণ গোয়েল এর আগে কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদে আসীন ছিলেন। কেন্দ্রীয় ভারী শিল্প বিষয়ক মন্ত্রকের সচিব ছিলেন তিনি। এদিকে যখন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে জোর কদমে, তখনই জাতীয় নির্বাচন কমিশনারের এই পদত্যাগ নানান জল্পনা তৈরি করেছে। তাঁর এই পদত্যাগের পর বর্তমানে কমিশনে মাত্র একজন নিবার্চন কমিশনার রয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দায়িত্বে থাকলেন।