Election Commissioner Resigns:২০২৪ লোকসভা ভোটের মুখে পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের, ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির

শিয়রে লোকসভা ভোট। গোটা দেশ তাকিয়ে লোকসভা ভোটের নির্ঘণ্টের দিকে। তারই মাঝে কার্যত আলোড়ন ফেলে পদ থেকে ইস্তফা দিলেন দেশের নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। জানা গিয়েছে, সেই পদত্যাগ পত্র গৃহিত হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, আচমকা কেন এমন পথ বেছে নিলেন নির্বাচন কমিশনার?

শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রহণ করেছেন এই ইস্তফা পত্র। উল্লেখ্য, ২০২২ সালের ২১ নভেম্বর দেশের নির্বাচন কমিশনারের পদে দায়িত্বভার গ্রহণ করেছিলেন গোয়েল। এরপর ২০২৪ এর মার্চে এল তাঁর পদত্যাগের খবর। প্রশ্ন উঠছে, কেন পদ ছাড়লেন নির্বাচন কমিশনার? ১৯৮৫ ব্যাচের অরুণ গোয়েল এর আগে কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদে আসীন ছিলেন। কেন্দ্রীয় ভারী শিল্প বিষয়ক মন্ত্রকের সচিব ছিলেন তিনি। এদিকে যখন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে তোড়জোড় করছে কমিশন, তখনই জাতীয় নির্বাচন কমিশনারের এই পদত্যাগ নানান জল্পনা তৈরি করেছে।

(Modi at Srinagar:শ্রীনগরে ‘বন্ধু’ নিজামের সঙ্গে সেলফি মোদীর! পুলওয়ামার ভূমিপুত্র এই কাশ্মীরি যুবক আসলে কে?)

( Loksabha Vote 2024: শাহদের নজরে দক্ষিণের আঞ্চলিক রাজনৈতিক শক্তি! লোকসভার আগে বিজেপির জোটে এবার TDP, জনসেনা)

উল্লেখ্য, মনে করা হচ্ছে, দেশে এপ্রিল থেকে মে মাস নাগাদ হতে পারে লোকসভা ভোট। আর ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে আপাতত বিভিন্ন রাজ্যে সফর করছে কমিশনের টিম। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নেমে গিয়েছে বাংলার বহু জায়গায়। রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার মাঝে নির্বাচন কমিশনার অরুণ গোয়েল শনিবার পদত্যাগ করেন। এর নেপথ্য কারণ নিয়ে জল্পনা তুঙ্গে।

( BJP using AI for Vote Campaign: পাখির চোখ ৩৭০ সিট! লোকসভা ভোটে AIকে অস্ত্র করে কীভাবে এগোচ্ছে বিজেপির প্রচার?)

(Modi in Kaziranga Video: হাতির পিঠে চড়লেন মোদী! শনিবারের ভোরে কাজিরাঙায় গণ্ডারদের ডেরায় সাফারি PMর )

এদিকে, ভোট প্রস্তুতির মধ্যে শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রেলওয়ের অফিসারদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। দেশে নিরপত্তা বাহিনী মোতায়েন নিয়ে সেই বৈঠকে কথা হয়েছে বলে খবর। ভোটের আগে নিরাপত্তা পোক্ত করতে এ হাইভোল্টেজ বৈঠক আয়োজিত হয়েছিল। ঠিক তার একদিন পরই নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফা ও তা রাষ্ট্রপতির গ্রহণের ঘটনায় নানান জল্পনা রয়েছে।