Modi Rally in Siliguri Live: বাংলায় ৯ দিনে ৪ সভা মোদীর! আজ শিলিগুড়িতে পা রাখছেন প্রধানমন্ত্রী

২০২৪ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপি প্রকাশ্যে এনেছে তাদের প্রথম দফার ভোটার তালিকা। এবার পরের ধাপের প্রার্থী তালিকা ঘোষণার পালা পদ্ম শিবিরের। এই পর্যায়ে দাঁড়িয়ে আজ শনিবার উত্তরবঙ্গে মোদীর সভা। দক্ষিণবঙ্গের পর আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে মোদীর জনসভা। এদিকে, রাত পোহালেই ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন সভা। তার ২৪ ঘণ্টা আগে মোদীর এই জনসভা নিঃসন্দেহে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে রাখতে চলেছে তাৎপর্য। শনিবার মোদীর উত্তরবঙ্গের সভার পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে। কিমের রেলপথ প্রকল্প, বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ-সহ কয়েক হাজার কোটি টাকার প্রকল্প থাকছে বলে খবর। মোদীর এই সভার সমস্ত আপডেটে নজর রাখুন এখানে।

09 Mar 2024, 03:34:25 PM IST

ভোট নিয়ে আশাবাদী অভিজিৎ গঙ্গোপাধ্যায় 

পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে। এদিন মোদীর উত্তরবঙ্গের সভার দিনে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তাঁর মতে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। এছাড়াও আসন্ন ভোটে বিজেপির ভালো ফল নিয়ে তিনি আশা প্রকাশ করেছেন।

09 Mar 2024, 03:09:14 PM IST

কাওয়াখালি ময়দানে সভা

প্রসঙ্গত, ৩ বছর আগে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে সভা করেছিলেন নরেন্দ্র মোদী। দলীয় প্রার্থীদের সমর্থনে সেখানে হয়েছিল সভা। এরপর আজ শনিবার শিলিগুড়ির সেই ময়দানেই রয়েছে মোদীর সভা।

09 Mar 2024, 02:56:58 PM IST

মোদীর সফরের দিনেই বিজেপি সাংসদের ইস্তফা

দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। আজ শনিবার মোদীর উত্তরবঙ্গে সফর। আর সেই সফরের দিনেই বিজেপির কুনার হেমব্রম ছাড়লেন পদ।

09 Mar 2024, 02:39:07 PM IST

উত্তরের ৩ আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি

এদিকে, উত্তরবঙ্গের ৩ আসনে এখনও পর্যন্ত বিজেপি ঘোষণা করেনি কোনও প্রার্থী। অন্যদিকে, প্রথম দফার তালিকায় বিজেপি বাংলায় ২০ আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আজ মোদীর উত্তরবঙ্গ সফর গুরুত্বপূর্ণ।

09 Mar 2024, 02:37:52 PM IST

মমতার ব্রিগেডের আগে মোদী শিলিগুড়িতে

রাত পোহালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল আয়োজন করতে চলেছে জনগর্জন সভা। ব্রিগেডে মমতার সভার আগে, আজ উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হতে চলেছে। মমতার সভার ২৪ ঘণ্টা আগে মোদী কী বলেন, তার দিকে তাকিয়ে বাংলা সহ রাজনৈতিক মহল।

09 Mar 2024, 02:35:48 PM IST

বিকেল ৩ টেয় বাগডোগরা নামবেন মোদী

আর কিছুক্ষণের মধ্যেই বাগডোগরা বিমানবন্দরে অবতরণের কথা নরেন্দ্র মোদীর। বিকেল ৩ টে নাগাদ বাগডোগরায় পৌঁছানোর কথা মোদীর। তারই অপেক্ষা চলছে।

09 Mar 2024, 02:35:12 PM IST

মোদীর মেগা সভা উত্তরবঙ্গে

দঙ্গিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গে সভা মোদীর। লোকসভা ভোট ২০২৪ এর রণদামামা বাজিয়ে ইতিমধ্যেই বিজেপি তার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এবার অপেক্ষা দ্বিতীয় দফার জন্য। সেদিক থেকে আজ শিলিগুড়িতে মোদীর মেগা ব়্যালি।