Sheikh Shahjahan reaction: ‘সব মিথ্যে, আল্লাহ আছেন, বিচার হবেই’, প্রথমবার মুখ খুললেন ‘নেংটি ইঁদুর’ শাহজাহান

‘সব মিথ্যে কথা, আল্লাহ আছেন, একদিন বিচার হবেই’- গ্রেফতারির পরে প্রথমবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান। শুক্রবার সকালে নিজাম প্যালেস থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সেই মন্তব্য করেন সন্দেশখালির ‘বাঘ’। যদিও সিবিআইয়ের হেফাজতে যাওয়ার পরে সেই ‘বাঘ’ এখন ‘নেংটি ইঁদুর’-এ পরিণত হয়েছেন বলে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেইসবের মধ্যেই শুক্রবার সকালে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তালা ভেঙে তাঁর বাড়িতে ঢুকেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

সূত্রের খবর, সিবিআই কর্তাদের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দু’জন অফিসারও আছেন। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যাও নেহাত কম নয়। সবমিলিয়ে প্রায় ৫০ জনের একটি দল শাহজাহানের ডেরায় অভিযান চালাচ্ছেন। ইতিমধ্যে তৃণমূল নেতার বাড়ির ভিতরে ঢুকেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। বাইরে থেকে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুধু তাই নয়, ‘সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি’-র প্রতিনিধিরাও গিয়েছেন। এলাকা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হচ্ছে। পুরো বিষয়টি ভিডিয়ো করে রাখছে কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন: Mamata Banerjee with Sandeshkhali women: মমতার মিছিলে সন্দেশখালির ‘দুর্গারা’, কেন এলেন? প্রশ্ন শুনেই মুচকি হাসি! 

এমনিতে গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা। সেই ঘটনায় দুটি এফআইআর দায়ের করেছে সিবিআই। যে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে ভবানী ভবন থেকে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে। নিজাম প্যালেসে জেরা সামলাতে হচ্ছে তৃণমূল নেতাকে। আর তারপর থেকেই শাহজাহানের দাপুটে ভাবটা যেন উধাও হয়ে গিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: FIR against Sheikh Shahjahan by CBI: ‘আরও শক্ত খাঁচায় বাঘ’, শাহজাহানের বিরুদ্ধে নতুন করে একাধিক FIR রুজু করল CBI

সন্দেশখালির ঘটনার প্রায় দু’মাস পরে গ্রেফতারির পরে শাহজাহানের চোখে-মুখে যেমন ‘বাঘ-বাঘ’ ব্যাপার ছিল, তা কার্যত মিইয়ে গিয়েছে। নিজাম প্যালেসে রীতিমতো চোখেমুখে ‘চাপ’ দেখা গিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের মতে, শাহজাহান যে কিছুটা হলেও চাপে পড়েছেন, তা বাইরে থেকেই বোঝা যাচ্ছে। ধোপদুরস্ত কুর্তা-পাজামা উধাও হয়ে গিয়েছে। বরং সাদা টি-শার্ট পরে তাঁকে বাইরে আসতে দেখা গিয়েছে। সেই ‘বাঘ-বাঘ’ এবং দাপুটে শাহজাহানের লেশমাত্র দেখা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য।

আরও পড়ুন: Sheikh Shahjahan Latest Update: চোখে জল শাহজাহানের, বায়না খাওয়াদাওয়া নিয়ে! CBI-এর খাঁচায় বাধ্য ‘সন্দেশখালির বাঘ’