Suvendu on Janagarjan Sabha: ‘ফ্যাশন শো হবে’, তৃণমূলের ব্রিগেডের ব়্যাম্প নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

তৃণমূলের ব্রিগেডের ‘জনগর্জন’ সভায় ফ্যাশন শো হবে। তাই তৈরি করা হয়েছে ব়্যাম্প। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগদান করতে শনিবার সকালে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

আরও পড়ুন: ফের ধাক্কা গেরুয়া শিবিরে, দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ

রবিবার ব্রিগেডে তৃণমূলের সভা উপলক্ষ্যে তৈরি করা হয়েছে বিরাট ব়্যাম্প। যে ব়্যাম্প দিয়ে মঞ্চ থেকে জনতার মধ্যে চলে আসতে পারবেন যে কোনও তৃণমূল নেতা। এই ব়্যাম্পে দাঁড়িয়েই রবিবার মমতা ও অভিষেক জনসংযোগ করবেন বলে অনুমান করা হচ্ছে। যোগ চিহ্ন আকৃতি এই ব়্যাম্পের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ৩০০ ফুট করে। ব্রিগেড সমাবেশে এই প্রথম এই ধরণের কোনও ব়্যাম্প তৈরি করল কোনও রাজনৈতিক দল।

ব্রিগেড সমাবেশের আগে চর্চায় উঠে এসেছে এই ব়্যাম্প। ইতিমধ্যে ব্রিগেডে তৃণমূলের সভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শুক্রবারই মঞ্চ পরিদর্শন করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সব কিছু ছাপিয়ে গিয়েছে ব়্যাম্প।

শনিবার সকালে দমদম বিমানবন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ব্রিগেডের সভায় ব়্যাম্প তৈরি করা হচ্ছে। শুনেই শুভেন্দুবাবু বলেন, ‘ফ্যাশন শো হবে’। একথা বলেই দ্রুত পায়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান তিনি।

আরও পড়ুন: ‘ভগবান মনে করি না’, অভিজিতকে দুষে বলছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা

ব্রিগেডের ব়্যাম্প অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বলে মনে করছেন অনেকেই। আর গত কয়েক বছরে তাঁর রাজনৈতিক কর্মসূচি অনেকাংশেই পশ্চিমি কায়দায় পরিচালিত হচ্ছে বলে মনে করছেন তাঁরা। তা সে দল পরিচালনার জন্য পেশাদার সংস্থা নিয়োগ হোক বা তাঁর সমাবেশে I Love AB পোস্টার হাতে জনতা। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের একাধিক দেশে নির্বাচনী প্রচারের সময় রাজনীতিবিদদের ব়্যাম্পে হেঁটে জনতার সঙ্গে হাত মেলাতে দেখা যায়। তবে সেই ব়্যাম্প দৈর্ঘ্যে প্রস্থে ব্রিগেডের ব়্যাম্পের ধারে কাছে নয়।