‘এখন চোর, খুনিরা বিচারপতিকে দলে স্বাগত জানায়’, নাম না করে অভিজিৎকে তোপ অভিষেকের

‘নরেন্দ্র মোদীর ভারতে চোরেরা, খুনিরা বিচারপতিকে গলায় উত্তরীয় পরিয়ে স্বাগত জানায়।’ আজ রবিবার ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকে এভাবেই নাম না করে বিজেপি এবং পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, বাংলায় তৃণমূলের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়, সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ একের পর এক বাদ পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ, চমক–সহ নতুন ঘোষণা অভিষেকের‌

জনগর্জন সভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘আমি বিচারপতি সম্পর্কে কিছু বলব না। আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত তাহলে বিচারপতিরা তাদের জেলে পাঠাতেন। আর বর্তমানে মোদীজীর ভারতবর্ষে চোরেরা, খুনিরা উত্তরীয় পরিয়ে বিচারপতিকে দলে স্বাগত জানাচ্ছে।’ 

উল্লেখ্য, বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার -সহ বিজেপির অন্যান্য নেতাদের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন অভিজিৎ। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারও নাম না করলেও তিনি যে প্রকৃতপক্ষে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুভেন্দু অধিকারী-সহ বিজেপির অন্যান্য নেতাদের আক্রমণ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে বলে মন্তব্য করেছেন অভিষেক।

এদিকে, লোকসভা ভোট এগিয়ে আসতেই বিভিন্ন মামলায় আরও সক্রিয় হয়েছে ইডি, সিবিআই। সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইডি, সিবিআই ভোট দেবে না। ভোট দেবেন মানুষ। মানুষই বিজেপির বিচার করবে।’  বাংলায় লোকসভা লড়াই নিয়ে অভিষেক বলেন, ‘তৃণমূলের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়, তৃণমূলের লড়াই হল সিপিএমের বিরুদ্ধে, অধীর চৌধুরীর কংগ্রেসের বিরুদ্ধে।’ 

বিজেপিকে আক্রমণ করে অভিষেক আরও বলেন, ‘আগে চোর চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায়। এটাই হল মোদীর গ্যারান্টি।’ এদিন সভা থেকে হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, ‘আজকের ব্রিগেড তৃণমূলের সমাবেশ নয়, গরিব খেটে খাওয়া মানুষের ব্রিগেড। এই ব্রিগেড ১১ লক্ষ ৩৬ হাজার মানুষের, যাঁদের প্রাপ্য টাকা দেয়নি বিজেপি। জনগণের গর্জন, বিজেপির বিসর্জন।’