বনশ্রীতে আইন না মেনে ভবন নির্মাণ: ১১ লাখ টাকা জরিমানা

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে আইন ও বিধিমালা লঙ্ঘন করে বাড়ি নির্মাণ করায় ভবন মালিককে ১১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্মাণাধীন ভবনের রিটেইনিং ওয়াল নির্মাণের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মালিকানাধীন রাস্তা ক্ষতিগ্রস্ত করায় ১০ লাখ ২৪ হাজার টাকা এবং নির্মাণসামগ্রী রাস্তায় রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী নির্দেশে ডিএসসিসি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এ জরিমানা করেন।

সরকারি বিধিবিধান লঙ্ঘন করে বাড়ি নির্মাণাধীন রাখার খবরে রবিবার (১০ মার্চ) ঘটনাস্থল পরিদর্শনে যান পরিবেশমন্ত্রী। পরিদর্শনকালে তিনি দেখতে পান, রাস্তায় পাশে কোনও জায়গা না রেখে, নির্মাণসামগ্রী যেখানে সেখানে রেখে, নির্মাণাধীন বাড়ি নিরাপত্তার জন্য ঢেকে না রেখেই নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সরকারি বিধি লঙ্ঘন করে কোনও নির্মাণকাজ করলে বা পরিবেশ দূষণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’ পরিবেশের মানের উন্নয়নে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।