IPL Mega Auction To Be Held In 2025 Confirms Chairman Arun Dhumal

নয়াদিল্লি: আর সপ্তাহ দু’য়েকও বাকি নেই। ২২ মার্চই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু হবে। তবে মেগা টুর্নামেন্টের মরশুম শুরুর আগেই আইপিএল চেয়ারম্য়ান অরুণ ধুমালের (Arun Dhumal) বড় ঘোষণা। এ মরশুমের পরেই বসতে চলেছে আইপিএলের মেগা নিলাম (IPL Mega Auction)। সেই নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি হাতে গোনা কয়েকজন খেলোয়াড়কেই ধরে রাখতে পারবে।

অরুণ ধুমাল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানান, ‘আমরা নিশ্চিতভাবেই মেগা নিলামের আয়োজন করব যেখানে প্রতিটি দল তিন থেকে চারজন খেলোয়াড়কেই ধরে রাখতে পারবে। বাকি দল নতুনভাবে গড়তে হবে। এটাই তো টুর্নামেন্টকে আরও রোমাঞ্চকর করে তোলে এবং এই ফর্ম্যাট অব্যাহত থাকবে।’

২০২২ সালে শেষবার আইপিএল মেগা নিলামের আসর বসেছিল। সেই নিলামে ২০৪ জন ক্রিকেটার চোখধাঁধানো ৫৫১ কোটি টাকায় বিক্রি হয়েছিলেন। ধুমাল আশাবাদী আসন্ন মেগা নিলামটিও আগেরবারের মতোই বিরাট এবং প্রভাবশালী হবে। তিনি আশাবাদী যে শুধু ভারত নয়, বিদেশেরও বহু প্রতিভা ওই নিলামে মাধ্যমে নিজেকে আইপিএলের মঞ্চে মেলে ধরার সুযোগ পাবেন। আফগানিস্তানের মতো দলগুলিও আইপিএলের সুবাদে লাভবান হয়েছে বলে দাবি ধুমালের। 

আইপিএলের সম্পূর্ণ সূচি এখনও ঘোষণা করা হয়নি। ফাইনালসহ টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের সূচি ঘোষণা এখনও বাকি রয়েছে। আবার আইপিএল শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ৭ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং প্রথমবার যুক্তরাষ্ট্রে বসবে বিশ্বকাপের আসর। নতুন জায়গায় সেই কারণেই দলকে প্রস্তুতির যথেষ্ট সুযোগ দিতে আগ্রহী আইপিএল। তাই মে মাসের ২৫ বা ২৬ তারিখের মধ্যে আইপিএল টুর্নামেন্ট শেষ করে ফেলতে চান অরুণ ধুমাল।

‘এই বার বিশ্বকাপটি জুন মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে চলেছে। সেটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা ২৫ বা ২৬ মের মধ্যে টুর্নামেন্ট শেষ করে ফেলার চেষ্টা করছি, কারণ দলকে তো আবার যুক্তরাষ্ট্রে রওনাও দিতে হবে এবং সেটা তো সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা। প্রথমবার ওখানে বিশ্বকাপের আসর বসবে। তাই খেলোয়াড়দের মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য তো ওখানে আগেভাগে যেতে হবে যাতে ওরা কয়েকটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পায়।’ বলেন তিনি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: তাঁর দর্শনেই উচ্ছ্বসিত আট থেকে আশি, চেন্নাই অনুশীলনে নেমে পড়লেন ধোনি