Modi on Azamgarh: বদলে গেছে আজমগড়…একটা পরিবার ভাবত এটা তাদের দুর্গ, নতুন দিনের কথা শোনালেন মোদী

আজমগড় থেকে এবার সমাজবাদী পার্টিকে নিশানা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার উন্নয়নকে হাতিয়ার করলেন তিনি। একাধিক প্রকল্পের সূচনা করেন তিনি। সেই সঙ্গেই ৭৮২টি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। তার মধ্য়ে রেলওয়ে সংক্রান্ত প্রকল্প, শহরের উন্নয়ন, সড়ক পরিবহণ, শিক্ষা, বিমানবন্দর সহ একাধিক প্রকল্প রয়েছে। সব মিলিয়ে মোটামুটি ৩৪৬৭৬.২৯ কোটি টাকার প্রকল্পের সূচনা করেন তিনি। আর সেই মিটিং থেকেই সমাজবাদী পার্টির নেতৃত্বকে নিশানা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, একটা পরিবার ভেবে নিয়েছে যে আজমগড় হল তাদের দূর্গ। জাতপাত আর ভোট ব্যাঙ্কের ভিত্তিতে তারা এটা ভেবে নিয়েছে। মোদী বলেন, এই দুর্গ হল তাদের যারা জাতপাত, স্বজনপোষণ, পরিবারবাদ, তোষামোদের রাজনীতি করে। তবে দীনেশের মতো যুবক তাদের সেই দুর্গকে ভেঙে দিয়েছে। ( তিনি স্থানীয় বিজেপি এমপি দীনেশ লাল যাদব নিরাহুয়ার প্রসঙ্গ উত্থাপন করেছেন)।

তিনি জানিয়েছেন, আজমগড়ের মানুষ এবার বিষয়টি বুঝতে পেরেছেন। তারা এই ধরনের বিষয়কে উত্তরপ্রদেশ থেকে মুছে দেবেন।

তিনি বলেন, মানুষ এতদিন ধরে জাতপাত, তোষামোদের রাজনীতি, মাফিয়ারাজ দেখত। তারাই এখন এখানে আইনের শাসন দেখছে। উন্নয়নের পথে যাচ্ছে উত্তরপ্রদেশ। মোদী জানিয়েছেন, একটা সময় আজমগড় ছিল চরমপন্থার জায়গা, জাতপাতের জায়গা, এখন আজমগড় হল উন্নয়নের ভরকেন্দ্র। আসলে বিজেপি জমানায় আজমগড়ের সার্বিক চিত্র যে বদলাচ্ছে সেকথা জানিয়ে দেন তিনি।

বিরোধীদের নিশানা করে মোদী বলেন, একটা সময় ছিল ভোটের আগে এই ধরনের শিলান্যাস করার অর্থ হল ভোটের চমক। কিন্তু আমরা দেখেছি ৩৫ বছর আগে শিলান্যাস করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। পাথর চুরি হয়ে গিয়েছে, কিন্তু প্রকল্প হয়নি। কিন্তু গত ১০ বছর ধরে দেশবাসী দেখেছেন, একাধিক প্রকল্পের উদ্বোধন হয়েছে। কিন্তু এয়ারপোর্ট, হাইওয়ে রেলওয়ে প্রকল্প, আইআইএম সহ একাধিক প্রকল্পও বাস্তবায়িত হয়েছে। এখানে কোনও রকম ত্রুটি হয়নি।