Rahul Dravid Discusses Road Ahead For Shreyas Iyer Ishan Kishan After Their BCCI Contract Snub

ধর্মশালা: ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে জয় দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ় শেষ করেছে ভারতীয় দল। সিরিজ় সমাপ্তির দিনই বোর্ড সচিব জয় শাহের তরফে এক বড় ঘোষণা করা হয়। টেস্ট ক্রিকেট খেলায় উৎসাহ দিতে খেলোয়াড়দের জন্য উপরির ঘোষণা করা হয় বিসিসিআইয়ের তরফে। তবে যেদিন টেস্ট ক্রিকেট খেললে বোর্ডের তরফে উপরির কথা ঘোষণা করা হল, সেদিনই ফের একবার সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ঈশান কিষাণ (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল।

ঈশান কিষাণ মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে বোর্ডের থেকে ছুটির আবেদন করেছিলেন। সরে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সিরিজ় থেকে। তারপর ম্য়ানেজমেন্টের নির্দেশ সত্ত্বেও ঘরোয়া রঞ্জি ট্রফিতে খেলতে নামেননি তিনি। অপরদিকে, শ্রেয়স আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ভারতীয় দলের অংশ থাকলেও, বাকি তিন টেস্ট থেকে তিনি বাদ পড়েন। মুম্বইয়ের হয়ে পিঠের ব্যথার কথা জানিয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়ান তিনি। তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে জানানো হয় শ্রেয়স সম্পূর্ণ ফিট। এই দুই তারকার ঘরোয়া ক্রিকেট খেলার অনিচ্ছা নিয়ে বোর্ডের তরফে কড়া বার্তা দেওয়া। জয় শাহ কড়া শাস্তির পূর্বাভাস দিয়ে রেখেছিলেন। সেইমতো ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার, উভয়েই বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েন। 

বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার পর এই দুই তারকার ভবিষ্যৎ কী? তাঁরা কী আর ভারতীয় দলে সুযোগ পাবেন না? দ্রাবিড় কিন্তু তাঁদের জাতীয় দলের দৌড় থেকে বাদ রাখতে নারাজ। দুই তারকার জন্য তাঁর স্পষ্ট বার্তা, ফিট হও, ম্যাচ খেল এবং নির্বাচকদের দলে নিতে বাধ্য কর। ভারতীয় কোচ ধর্মশালা টেস্ট শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে বলেন, ‘ওরা তো সবসময়ই (জাতীয় দলে জায়গা পাওয়ার) দৌড়ে রয়েছে। কেউ সম্পূর্ণভাবে বাতিল নন। যারা ঘরোয়া ক্রিকেট খেলছে, তারা সকলেই দৌড়ে রয়েছে। ওদের খালি ফিট হয়ে আবার ম্যাচ খেলে নির্বাচকদের দলে নেওয়ার জন্য বাধ্য করতে হবে।’

দ্রাবিড়ের আরও দাবি বোর্ডের চুক্তিতে তাঁর কোনও হাত নেই এবং সেইদিকে তিনি দলও বাছাই করেন না। ‘আমি তো চুক্তির বিষয়টা নির্ধারণ করি না, তাই না? বোর্ড এবং নির্বাচকরা মিলে চুক্তির বিষয়টি ঠিক করে। আমি তো এটাও জানি না যে চুক্তি পেতে হলে কী করতে হয়। আমি এবং রোহিত মিলে একাদশ বাছাই করি। কারুর চুক্তি আছে না নেই, সেই নিয়ে আমরা কোনওদিন আলাপ আলোচনা করিনি। কাদের কাদের বার্ষিক চুক্তি আছে, সেটা অবধি আমি জানি না।’ দাবি দ্রাবিড়ের।      

ঈশান কিষাণকে এরপর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলতে দেখা যাবে। তবে শ্রেয়স আইয়ার মুম্বইয়ের হয়ে রঞ্জি সেমিফাইনালে মাঠে নেমেছিলেন। তিনি ফাইনালেও বিদর্ভের বিরুদ্ধে খেলবেন বলেই খবর। এই দুই তারকা কবে আবার জাতীয় দলে ফেরেন, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: কোথায় স্টোকসদের বিরুদ্ধে বাজিমাত করলেন রোহিতরা? শুভেচ্ছাবার্তায় জানালেন সচিন