Rohit Sharma Talks About His Retirement Plan Following Series Victory Over England

ধর্মশালা: দিনকয়েক আগেই ইংল্যান্ড কিংবদন্তি জেফ্রি বয়কট দাবি করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজের সেরা সময়টা পার করে ফেলেছেন। তবে বয়স ৩৭ ছুঁই ছুঁই হলেও, ভারতীয় অধিনায়কের মতে তিনি নিজের সেরা ক্রিকেটটা এখনই খেলছেন। অবসর প্রসঙ্গে তাঁর স্পষ্ট দাবি, যেদিন তিনি মনে করবেন নিজের সেরাটা দিতে পারছেন না সেদিনই ক্রিকেটকে বিদায় জানাবেন। 

ধর্মশালায় পঞ্চম টেস্ট শেষে রোহিতকে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যেদিনকে সকালে উঠে আমার মনে হবে যে আমি আর নিজের সেরাটা দিতে পারছি না, সেইদিনই সঙ্গে সঙ্গে আমি অবসর নিয়ে নেব। তবে বিগত কয়েক বছর ধরে আমি নিজের সেরা ক্রিকেটটা খেলছি।’ রোহিতের প্রশংসায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও পঞ্চমুখ। তিনি বলেন, ‘রোহিত শর্মা এই সিরিজ়ে দুরন্ত পারফর্ম করেছে। রাজকোটে যখন আমরা প্রথম ঘণ্টাতেই তিন উইকেট হারিয়ে ফেলেছিলাম তখন আমাদের হয়ে কারুর ওই শতরান হাঁকানোটা জরুরি ছিল। রাঁচিতেও ও দুর্দান্ত এক ইনিংস খেলে।’

রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ব্যাট হাতে একাধিক শতরান হাঁকান। শেষ টেস্টেও তাঁর ব্যাট থেকে আসে শতরানের ইনিংস, যা দলের জয়ে বিরাট ভূমিকা নেয়। ইংল্যান্ডের দুরন্ত দলের বিরুদ্ধে ভারতের এই সিরিজ় জয়টা বিশেষ তাৎপূর্যপূর্ণ কারণ বিরাট কোহলি, মহম্মদ শামির মতো সিনিয়ারদের অনুপস্থিতিতেই জয়টা এসেছে। কেএল রাহুলও একটি টেস্টের পরেই সিরিজ় থেকে ছিটকে গিয়েছিলেন। সিনিয়ারদের অনুপস্থিতিতে তরুণদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতেই হবে জানান রোহিত।

তিনি বলেন, ‘টেস্ট ম্যাচ জিততে হলে সবকিছু সব বিভাগে ঠিকঠাক পারফর্ম করতে হয়। আমরা অনেককিছুই ঠিকঠাক করায় এই জয়টা এসেছে। কোনও না কোনও পর্যায়ে তো লোকজন সরে দাঁড়াবেই। সেটা তো নিশ্চিত। এই তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা কম বটে, তবে ওরা কিন্তু প্রচুর পরিমাণে ক্রিকেট খেলেছে। আমদের ওদের তৈরি করতে হবে, কোন সময়ে কী করা প্রয়োজন সেই বিষয়ে অবগত করাতে হবে। চাপের মুখে ওরা কিন্তু দুরন্ত পারফর্ম করেছে। গোটা দলেরই এর জন্য বাহবা প্রাপ্য।’ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ শ্রেয়স, ঈশানের ভবিষ্যৎ কী? আপডেট দিলেন ভারতীয় কোচ দ্রাবিড়