Suvendu on Sukanta: মমতা আক্রমণ করে সুকান্ত মজুমদারকে ভাই বলে সম্মোধন করলেন শুভেন্দু

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে ভাই বলে সম্মোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্দেশখালিতে বিজেপির সভায় সুকান্তবাবুর সামনে তাঁদের জুটিয়ে ‘দুই ভাই’ বলে সম্মোধন করেন শুভেন্দুবাবু। সাম্প্রতিককালে রাজ্যের বিরোধী রাজনীতিতে জুটিতে ঝড় তুলেছেন দুই নেতা।

এদিন মমতার ব্রিগেড সমাবেশকে আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, ‘দিদি, আপনি একা ফুটেজ খাবেন না। আপনি যেখানেই যাবেন, ২ ভাই, সুকান্ত মজুমদার আর শুভেন্দু আপনাকে তাড়া করবে। ভাইপোকে প্যাকেট করব। আর পিসিকে উৎখাত করব’।

আরও পড়ুন: রাম নবমীতে ছুটি ঘোষণা করল নবান্ন, লোকসভা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি জারি

তবে রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে সুকান্তবাবুর থেকে অনেক এগিয়ে শুভেন্দু অধিকারী। ওদিকে শিক্ষাগত যোগ্যতায় বাজিমাত করবেন সুকান্ত। ছাত্র রাজনীতি দিয়ে প্রায় ৩০ বছর আগে রাজনীতির হাতেখড়ি হয়েছিল কাঁথির অধিকারী বাড়ির বড় ছেলের। সুকান্তবাবু সেদিক থেকে আনকোরা। ২০১৮ সালে রাজনীতিতে আগমন তাঁর। তবে উদ্ভিদবিদ্যা নিয়ে তাঁর পড়াশুনো ও অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই ভারসাম্যেই ২ নেতা বাজি মাত করছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। একাধিক সভায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। একে অপরের ব্যাপারে বলার সময় সব সময় শ্রদ্ধাশীল থেকেছেন। পরস্পরের এক্তিয়ার লঙ্ঘন করেননি কখনও।

আরও পড়ুন: রুবি থেকে ৩২ মেট্রো স্টেশনে যেতে পারবেন! কোথায় কত ভাড়া লাগবে? দেখুন পুরো তালিকা

তবে ব্যক্তিগত জীবনে সুকান্তবাবু সংসারি মানুষ। শুভেন্দু অধিকারী অবিবাহিত। সুকান্তবাবুর স্ত্রীও কর্মরতা। ২ কন্যার বাবা – মা তাঁরা। ওদিকে শুভেন্দুবাবুর বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা – মা। ২ ভাই ও ভ্রাতৃবধূরা। রয়েছে তাঁদের সন্তানরাও। সব মিলিয়ে ভরা সংসার তাঁরও।