‘‌হাজি নুরুল ইসলাম সমান অপরাধী’‌, শাহজাহান প্রসঙ্গ টেনে আক্রমণ অমিত মালব্যের

বসিরহাট লোকসভা কেন্দ্র জিততে চায় বিজেপি। তার জন্য সন্দেশখালি বিধানসভায় বিজেপি প্রার্থীর সমর্থনে এক লক্ষ ভোটের লিড চাই। গতকাল রবিবার ন্যাজাটের সভা থেকে জনতার উদ্দেশে এমনই আর্জি জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালির ন্যাজাটের আক্রাতলায় সমাবেশ করল বিজেপি। সেই সভা থেকে বিজেপি কর্মীদের উদ্দেশে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাক, ‘‌লোকসভায় সন্দেশখালি থেকে ১ লক্ষ ভোটের লিড চাই।’‌ আর আজ, সোমবার বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে নজিরবিহীন আক্রমণ করে বসলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

আজ, সোমবার এই লোকসভা কেন্দ্র নিয়ে একটি লম্বা–চওড়া বক্তব্য নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অমিত মালব্য। সেখানে তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী হাজি নুরুল ইসলামকে সরাসরি অপরাধীর তকমা দিয়েছেন। যা নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‌সন্দেশখালিতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, সারা ভারতবর্ষ তার নিন্দা করেছে। রাজ্যের পুলিশ অপরাধীদের আড়াল করছিল। আদালতের চাপেই শেষ পর্যন্ত শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেছে।’‌ আর সুকান্ত বলেন, ‘‌নরেন্দ্র মোদী বহিরাগত? মোদী বেশি বাঙালি। তিনি বাংলার মা–বোনেদের সম্মান দিতে জানেন।’‌ তারপরই আজকের এই পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ।

 

এদিকে সন্দেশখালি কাণ্ডে রাজ্য পুলিশই শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে। এখানে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যাদের জমি দখল হয়ে গিয়েছিল তাদের সেসব জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে হাজি নুরুল ইসলামকে। সেখানে আজ অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে শেখ শাহজাহানকে প্রার্থী করবেন। কিন্তু অবশেষে দু’‌মাস পর তাঁকে গ্রেফতার করতে হয়েছে। এখন শেখ শাহজাহান সিবিআই হেফাজতে।’‌

আরও পড়ুন:‌ ‘‌সন্দেশখালি থেকে ১ লক্ষ ভোটের লিড চাই’‌, প্রচারে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন সুকান্ত

অন্যদিকে অমিত মালব্যের এই বক্তব্য থেকে পরিষ্কার সন্দেশখালি ইস্যুকে উসকে দিয়েই লাভের গুড় ঘরে তুলতে চায় বিজেপি। তাই গতকাল শুভেন্দুর কথায়, ‘‌শাহজাহান এখন সিবিআই হেফাজতে রয়েছে। এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখতে এবার ওই শাহজাহানের শাগরেদদেরও গ্রেফতার করতে হবে। সন্দেশখালির গরিব মানুষের রেশনের সামগ্রীও তৃণমূল লুঠ করেছে।’‌ এরপরই সুকান্ত মজুমদার বলেন, ‘‌সন্দেশখালির অত্যাচারের জবাব দিতে হবে এবারের ভোটে। সন্দেশখালি থেকে অন্তত ১ লক্ষ লিড চাই। তবেই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জেতা যাবে।’‌ এবার অমিত মালব্য আজ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম সমান অপরাধী। ২০১০ সালের ৬ সেপ্টেম্বর এই হাজি নুরুল দেগঙ্গায় দাঙ্গা বাধিয়েছিল। ৫০০ জন মিলে হিন্দুদের দোকান, সম্পত্তি জ্বালিয়ে দিয়েছিল। বাসে আগুন লাগানো হয়েছিল। এইসব এখানে করা হয়েছিল স্থানীয় দুর্গাপুজো বন্ধ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় হিন্দুদের হেনস্থা করছে।’‌