Aparupa Poddar: টিকিট না পেয়েও মমতাতেই আস্থা ‘সাচ্চা সৈনিক’ অপরূপার

রবিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের ৪২ টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তাতে নাম নেই আরামবাগের টানা দুবারের জয়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। ফলে হ্যাটট্রিক আর করা হল না তৃণমূলের বিদায়ী সাংসদের। তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। শুধু অপরূপায় নন, অনেক সাংসদকে এবার প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। সেই আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অপরূপা পোদ্দার।

আরও পড়ুনঃ একের পর এক বাদ পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ, চমক–সহ নতুন ঘোষণা অভিষেকের‌

২০১৪ সাল থেকে জয়ী টানা ২ বারের সাংসদ অপরূপা পোদ্দার নিজেকে দলের ‘সাচ্চা শ্রমিক’ বলেই মন্তব্য করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, বিজেপি যদি তাঁকে তাজমহল বা লালকেল্লা এনে দেয় তাও তিনি বিজেপিতে যাবেন না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তৃণমূল দলকে ভালবাসেন। তিনি দলের একজন সত্যিকারের সৈনিক। এমন মন্তব্য করে অপরূপা বুঝিয়ে দিলেন, তিনি দলের সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। একইসঙ্গে বিজেপিতে যোগ দেবেন না বলেও স্পষ্ট করে দিলেন অপরূপা পোদ্দার। দলের সিদ্ধান্তে তাঁর কোনও আক্ষেপ নেই বলেই স্পষ্ট করেছেন তৃণমূলের বিদায়ী সাংসদ।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে তৃণমূলের অন্দরে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন অপরূপা পোদ্দার। তাঁর রাজনৈতিক দক্ষতা নিয়েও বিভিন্ন মহলে প্রশংসা পেয়েছেন। এমনকী গতকাল তৃণমূলের তরফে যে ‘জনগর্জন’ সভার আয়োজন করা হয়েছে তার প্রস্তুতিও খতিয়ে দেখতে গিয়েছিলেন। ব্রিগেডের সভা থেকে ঘোষণা করা তালিকায় স্থান পাননি বিদায়ী সাংসদ। দলের তরফে জানিয়ে দেওয়া হয়, এবার আরামবাগ লোকসভার প্রার্থী হচ্ছেন মিতালি বাগ।

তবে লোকসভায় টিকিট না পেলেও দলের প্রতি অসন্তুষ্ট নন অপরূপা পোদ্দার। তারপরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রেখেছেন। অপরূপার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভালোর জন্যই হয়ত এরকম সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি দলের প্রতি চিরকৃতজ্ঞ হয়ে থাকবেন। আরামবাগের মানুষের পাশে সারা জীবন ছিলেন এবং থাকবেন। 

উল্লেখ্য, তৃণমূলের ৮ জন সাংসদ গত বার জিতেও এ বার টিকিট পাননি না। তার মধ্যে রয়েছেন-বারাকপুরের সাংসদ অর্জুন সিংহ, রয়েছেন কাঁথি এবং তমলুকের সাংসদ যথাক্রমে শিশির এবং দিব্যেন্দু অধিকারী, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী  প্রমুখ।