Bangladesh Cricketer Towhid Hridoy slapped with fine for breaching ICC code of conduct against Sri Lanka know details

দুবাই: মাঠে আগ্রাসন দেখানোর জন্য খেসারত দিতে হল বাংলাদেশের ক্রিকেটারকে। বাংলাদেশের ক্রিকেটার তৌহিদ হৃদয়কে (Towhid Hridoy) জরিমানা করল আইসিসি (ICC)। সিলেটে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন তৌহিদ হৃদয়। তার দায়ে তাঁকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, শুধু জরিমানা নয়, তৌহিদের নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। হৃদয়ের বিরুদ্ধে আইসিসি-র আচরণবিধির লেভেল ওয়ান ভাঙার অভিযোগ উঠেছে।

ঘটনাটি শনিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারের। আউট হয়ে উঠে যাওয়ার সময় শ্রীলঙ্কার ক্রিকেটারদের বলা কোনও কথায় মাঠেই মেজাজ হারান হৃদয়। শ্রীলঙ্কার ক্রিকেটারদের টিম হাডলের দিকে তেড়ে যান তিনি। সিলেটে শনিবার শেষ টি-টোয়েন্টিতে ২৮ রানে হারের ম্যাচে আউট হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন তৌহিদ হৃদয়। ম্যাচ শেষে হৃদয়ের বিরুদ্ধে রিপোর্ট জমা দেন মাঠের দুই আম্পায়ার শরাফউদ্দৌলা ইবনে সৈকত ও তনবীর ইসলাম। তৃতীয় আম্পায়ার গাজি সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসদুর রহমান মুকুলও সেই অভিযোগে সায় দিয়েছেন। হৃদয় নিজের অপরাধ কবুল করে নিয়েছেন।

 

আইসিসির নিয়ম অনুযায়ী, এটা লেভেল ওয়ানের অপরাধ। এর ফলে হৃদয়ের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। সঙ্গে ম্যাচ ফি-র ১৫ শতাংশ কাটা যাচ্ছে তৌহিদের। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে। নুয়ান থুশারার বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন তৌহিদ। সেই সময় শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার হৃদয়ের উদ্দেশে কিছু বলেন। সেই কথা শুনে শ্রীলঙ্কার ক্রিকেটারদের দিকে তেড়ে যান বাংলাদেশের ক্রিকেটার। সেখানেই শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন মাঠের দুই আম্পায়ার ও ক্রিজে থাকা ব্যাটার সৌম্য সরকার

তবে শেষ পর্যন্ত চড়া মাসুল দিতে হল তৌহিদকে।                                       

আরও পড়ুন: ধোনিকে পাঁচ-সাত বছর আগেই অবসর নিতে বলেছিলেন একজন, জানালেন ক্যাপ্টেন কুল নিজেই

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন