BJP leader joins Congress: লোকসভার আগে মালদায় চাপে বিজেপি, কংগ্রেসে যোগ সংখ্যালঘু সেলের নেতার

লোকসভার আগে মালদায় বড় ধাক্কা খেল পদ্ম শিবির। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মালদার সংখ্যালঘু সেলের নেতা। এছাড়াও তাঁর সমর্থক বহু বিজেপি কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। এর আগে বিজেপি বিধায়ক ডা: মুকুটমণি অধিকারী দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে ব্রিগেডের সমাবেশ থেকে তাঁকে প্রার্থীও করেছে তৃণমূল। আর এবার মালদায় বিজেপিতে ফাটল ধরায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলে দিয়েছে পদ্ম শিবিরকে। উলটোদিকে, এই যোগদান যে কংগ্রেসের হাত শক্ত করল তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ কোন অঙ্কে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসে?‌ অভিষেকের সঙ্গে হাঁটলেন মিছিলে

জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আক্কাস শেখ কংগ্রেসে যোগদান করেন। সোমবার মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মোত্তাকিন আলমের হাত ধরে মালদা জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কংগ্রেসে যোগ দেন। এছাড়াও প্রায় শতাধিক বিজেপি ও তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি মানিকচক কংগ্রেস নেতৃত্বের। সেক্ষেত্রে মালদায় বিজেপির সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি । তবে এক সপ্তাহ আগেই মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রবিবার ব্রিগেডের জনসভা থেকে পশ্চিমবঙ্গের ৪২ টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। কংগ্রেস প্রথম তালিকায় ৩৯ জনের নাম প্রকাশ করলেও বাংলায় কোনও প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে দক্ষিণ মালদা লোকসভা আসনে এবার কংগ্রেসের প্রার্থী হতে পারেন আবু হাসেম খান চৌধুরীর পুত্র ইশা খান চৌধুরী। 

তিনি নিজের নামেই সেখানে জোর কদমে প্রচার চালাচ্ছেন। তবে সেক্ষেত্রে আবু হাসেম খান চৌধুরীর সমর্থকদের অভিযোগ, ষড়যন্ত্র করে তাঁকে আটকে রেখে লোকসভার প্রার্থী হতে চাইছেন ঈশা। তবে সেই অভিযোগ উড়িয়ে ঈশা খান অবশ্য জানান, তাঁর বাবাই তাঁর নামের প্রস্তাব পাঠিয়েছেন। ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা ঈশা। 

তবে মালদায় কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ উঠলেও এদিন বিজেপি ও তৃণমূলের একশোরও বেশি কর্মীর যোগদানের ফলে লোকসভার আগে  কংগ্রেসের হাত শক্ত করবে বলে রাজনৈতিক মহল মনে করছে। জানা গিয়েছে, আক্কাস শেখের নেতৃত্বে প্রায় ৫০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি কর্মী কংগ্রেসে এদিন যোগদান করেন। এছাড়া, মানিকচকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন বলে দাবি করেছে মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্ব।