Kunal Ghosh: ‘আমি কুণাল ঘোষ, ২ আর ২ মিলে ৪ ধরবেন না,’ হিসেব বোঝালেন পদত্যাগী মুখপাত্র

কুণাল ঘোষ। কিছুদিন আগেও তিনি ছিলেন তৃণমূলের মুখপাত্র। সেই পদ ছেড়ে দিয়েছেন তিনি। এদিকে সেই সময় থেকেই জল্পনা ছড়িয়েছিল যে তিনি হয়তো এবার দলকে চাপে রেখে টিকিট পাওয়ার চেষ্টা করছেন। তবে লোকসভা ভোটে টিকিট তিনি পাননি। এরপর কুণাল ঘোষ কী করবেন?

তিনি কী করবেন সেটা কুণাল ঘোষ নিজেই লিখেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণ জল্পনা ছড়াবেন না। আমি তৃণমূলের কর্মী ছিলাম, আছি, থাকব। শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার দিয়ে রেখেছেন। আজও দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা, পূর্ব মেদিনীপুর সহ যেখানে দল যা দায়িত্ব দিচ্ছে, পালন করব। যাঁরা অন্যরকম চর্চা করছেন, তাঁরা ভুল করছেন। বাস্তব না বুঝে এঁরা পন্ডিতি ফলান। আমি কুণাল ঘোষ। ২ আর ২ মিলে ৪ ধরবেন না। আমি ২২ করার খেলায় বিশ্বাসী সেই চেষ্টাই করি। লিখেছেন কুণাল ঘোষ।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ২ আর ২ এর মিলে ৪ না ধরার বিষয়টি বোঝা গিয়েছে। তবে ২২ করার খেলাটা ঠিক কী সেটা ঠিক বোঝা গেল না। তবে কি ৪২ আসনে নয়, ২২ আসন পাওয়ার লক্ষ্যে লড়বে তৃণমূল? তবে কুণাল ঘোষ কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলেন ৪২ আসনে জেতার টার্গেটে দল লড়াইতে নেমেছে।

এখানেই শেষ নয়, তিনি আরও একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন…..দু তিনটি পোর্টালে দেখলাম আমাকে দলত্যাগ করিয়ে অন্য় দলে পাঠিয়ে দিচ্ছে। তিন চারটে ইউটিউব চ্যানেলে দুদিন অন্তর আমাকে আক্রমণ, সমালোচনা, খাটো করার চেষ্টা চালিয়ে যায়। আমি এক সামান্য কর্মী। অথচ আমাকে উপেক্ষা করতে পারে না। আমাকে নিয়েই চর্চা করতে হয়। শুভেচ্ছা রইল। লিখেছেন কুণাল ঘোষ।

বাংলায় তৃণমূলের রাজনীতিতে নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ‘রাজনৈতিক কর্মী’ কুণাল ঘোষ। বিজেপির বিরুদ্ধে তির ছুঁড়তে তাঁকেই সামনে পাঠানো হয়। আবার অপর দল থেকে যখন তির আসে তখন সবথেকে বেশি ক্ষতবিক্ষত হন তিনিই। অন্য়রা অবশ্য়. নিরাপদ দূরত্বে থাকেন বলেই খবর। আবার এই কুণাল ঘোষকেই গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। জেল থেকে বেরিয়ে তিনি দলের মুখপাত্রের পদও পেয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি যে এবার টিকিট পাননি এটাও সত্যি। এটাও এখনও পর্যন্ত সত্যি যে তিনি অন্য় দলে যাচ্ছে না। কুণাল ঘোষের চোখে যিনি ‘বিজেপি’ সেই সুদীপ বন্দ্যোপাধ্য়ায় যে আসন থেকে টিকিট পেয়েছেন সেই উত্তর কলকাতার দায়িত্বও পড়েছে কুণাল ঘোষের উপরই।