Ramadan 2024 live moon sighting: পবিত্র চাঁদের অপেক্ষায় দিল্লি, কলকাতা! ভারতে কবে রমজান? বাংলাদেশ, পাকিস্তানও প্রস্তুতি

এসে গেল পবিত্র রমজান মাস। এখনও ভারত, বাংলাদেশ আর পাকিস্তান দেখা যায়নি পবিত্র চাঁদের। তার অপেক্ষায় অগণিত ধর্মপ্রাণ মুসলমান। 

11 Mar 2024, 04:27:54 PM IST

সৌদি আরবে পবিত্র চাঁদের দেখা পাওয়া

রমজানের সূচনা হয় পবিত্র চাঁদ দেখার মধ্যে দিয়ে। এবারের রমজান মাসও দোরগোড়ায় এসে গিয়েছে। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা প্রস্তুতি নিচ্ছেন এই পবিত্র মাসের। এর পরে এক মাস ব্যাপী চলে রোজা রাখা। আগে থেকেই জানা গিয়েছিল মার্চ মাসের ১০ তারিখ নাগাদ সৌদি আরবে দেখা যেতে পারে পবিত্র চাঁদ। পশ্চিম এশিয়ার দেশগুলিতে এই দিনেই পবিত্র চাঁদের দেখা পাওয়ার কথা ছিল। যদিও সেই আন্দাজ মেলেনি। দেখা পাওয়া যায়নি চাঁদের। 

11 Mar 2024, 04:18:20 PM IST

কেন গুরুত্বপূর্ণ এই রমজান মাস

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান হল অতি পবিত্র এক মাস। মনে করা হয় এই মাস ত্যাগের মাস। এবং মনে করা হয়, রমজান আল্লাহর মাস। যার শুরু রহমত, যার মধ্যভাগ হচ্ছে ক্ষমা এবং যার শেষ ভাগ হচ্ছে আগুন থেকে মুক্তি। এই গোটা মাস ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখেন। এই সব কারণেই এই মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মনে করা হয়, কেউ যখন এই মাসে রোজা রাখেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি শান্তি ও সুখ খুঁজে পান। ফলে এই মাসটিকে অনেকেই অত্যন্ত পবিত্র মনে পালন করেন। সেই কারণেই এই মাসটি এত গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মের কাছে। 

11 Mar 2024, 04:12:21 PM IST

আজ ভারত, বাংলাদেশে চাঁদ দেখা যাবে? কবে শুরু রোজা?

আজ (সোমবার) ভারত ও বাংলাদেশে কি চাঁদ দেখা যাবে? কিছুক্ষণের মধ্যে সেই উত্তর পাওয়া যাবে। আজ যদি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে চাঁদ দেখা যায়, তাহলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে পবিত্র রমজান মাসের (Ramadan, Ramzan, Ramazan or Ramzaan) রোজা শুরু হবে। যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে বুধবার (১৩ মার্চ) থেকে রোজা রাখা শুরু করবেন ভারত, বাংলাদেশের মুসলিমরা।