Richa Ghosh Fighting Half Century In Vain As Delhi Capitals Secure WPL 2024 Play Off Berth Beating RCB

নয়াদিল্লি: রবিবাসরীয় রাতে রাজধানী সাক্ষী হয়ে থাকল এক হাড্ডাহাড্ডি ম্যাচ এবং এক অবিস্মরণীয় লড়াইয়ের। ১৮২ রান তাড়া করতে নেমে ম্যাচের একেবারে শেষ বল পর্যন্ত লড়াই করলেন রিচা ঘোষ (Richa Ghosh)। অর্ধশতরানও হাঁকালেন। তাও খালি হাতেই মাঠ ছাড়তে হল তাঁকে। এক রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) হারিয়ে ডব্লিউপিএলের (WPL 2024) প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে দিল্লি ক্যাপিটালস শুরুটা অনবদ্যভাবে করে। দিল্লির দুই ওপেনার মেগ ল্যানিং এবং শেফালি বর্মা খারাপ বল পেলে তা বাউন্ডারির বাইরে পাঠান। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৩ রান বোর্ডে তুলে ফেলে দিল্লি। তবে পাওয়ার প্লে শেষেই আশা শোভানা ২৩ রানে শেফালিকে আউট করে এই পার্টনারশিপ ভাঙেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: অল্পের জন্য শতরান হাতছাড়া হরমনপ্রীতের, অধিনায়কের দৌরাত্ম্যে প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্স