Shankar Adhya: বনগাঁয় শঙ্করের বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী ও ফরেন্সিক টিম নিয়ে সিবিআই

বনগাঁ পুরসভা প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি ফের হানা দিল। সোমবার সকালে ফরেন্সিক টিম ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি ঢোকে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এর আগে গত ৫ জানুয়ারি শঙ্করের বাড়িতে তদন্তে যায় ইডি। সেদিন রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। সেবা গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বাঁধা সম্মুখীন হতে হয় তদন্তকারী দলকে। তাই এবার রীতিমতো প্রস্তুতি নিয়ে এসেছে সিবিআই। 

এদিন সকালে শঙ্কর আঢ্যর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে তল্লাশিতে ঢোকে তদন্তকারী আধিকারিকেরা। বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সূত্রে, জানা গিয়েছে ৫ জানুয়ারি বাধা দেওয়ার ঘটনার তদন্ত গিয়েছে সিবিআই। সে দিন রাতে কারা বাধা দিয়েছিলেন? ঘটনার কোনও সিসিটিভি ফুটেজ আছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

একই সঙ্গে বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও সিবিআই আধিকারিকরা গিয়েছে। তাঁরা চেয়ারম্যানের কাছ থেকে বেশ কিছু পুরনো ফুটেজ চান। কিন্তু গোপাল শেঠ জানান, তাঁদের কাছে ২৫ দিনের বেশি ফুটেজ থাকে না। তাই যে ফুটেজ তাঁর কাছ থেকে সিবিআই আধিকারিকরা চাইছেন তা নেই বলেই  জানান গোপাল শেঠ।

প্রসঙ্গত, শঙ্কর আঢ্য রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিলে বলে ইডির দাবি। যদিও শঙ্কর সেই দাবি মানেননি।

পড়ুন। সুজাতা কি এখনও ‘খাঁ’ পদবী ব্যবহার করেন? প্রার্থী হওয়ার পরেই মুখ খুললেন তৃণমূল নেত্রী

গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতেও তল্লাশিতে যায় ইডি। কিন্তু সেখানে গিয়ে উত্তেজিত জনতার হাতে মার খেতে হয় ইডি আধিকারিকদের। এমন কী তাদের হাসপাতালেও ভর্তি করাতে হয় তাদের। একই সঙ্গে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় সময় ইডি গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। শাহজাহানের ঘটনায় সন্দেশখালি ন্যাজট থানা দুটি এফআইআর হয়। অন্য দিকে শঙ্করের ঘটনার এফআইআর দায়ের হয় বনগাঁ থানায়। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে সিবিআই। এর আগে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই গিয়েছে। সেই তদন্তের প্রেক্ষিতেই শঙ্কর আঢ্যের বাড়িতে সোমবার গিয়েছে সিবিআই। 

সিবিআই এদিন সঙ্গে করে ফরেন্সিক টিমও নিয়ে গিয়েছে। তারা আশপাশের এলাকা পরিদর্শন করে নমুনা সংগ্রহ করে। 

আরও পড়ুন। ‘‌হাজি নুরুল ইসলাম সমান অপরাধী’‌, শাহজাহান প্রসঙ্গ টেনে আক্রমণ অমিত মালব্যের