Stove blast in truck: রান্না করার সময় বিপত্তি, ট্রাকের কেবিনে স্টোভ ফেটে লাগল আগুন, আহত চালক-সহ ৩

স্টোভ জ্বালিয়ে ট্রাকের ভিতরে রান্না করার সময় ঘটল বিপত্তি। স্টোভ ফেটে আগুন ধরে গেল ট্রাকে। ঘটনায় ট্রাকের চালক সহ ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাছে উখড়া-হরিপুর রোডের শীতলপুর মোড় এলাকায়। সোমবার দুপুরে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 

আরও পড়ুনঃ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪, আতঙ্ক চরমে

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার ঘটনাটি ঘটেছে দুপুর ১২টা নাগাদ। শীতলপুর মোড়ের কাছে ট্রাকটি দাঁড়িয়েছিল। তখন ট্রাকের ভিতরে স্টোভ জ্বালিয়ে দুপুরের খবর রান্না করা হচ্ছিল। সেই সময় ট্রাকের ভিতরে ছিলেন চালক খালাসি-সহ ৩ জন। আচমকা স্টোভে বিস্ফোরণ ঘটায় কেবিনে আগুন ধরে যায়। আশেপাশে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি আগুন লাগার খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয়রা। 

পাশাপাশি সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য ট্রাকের চালক এবং খালাসিরাও সেখানে পৌঁছন। তড়িঘড়ি তারা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শেষ পর্যন্ত কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনবহাল ফাঁড়ির পুলিশ। তড়িঘড়ি ট্রাকের চালক এবং অন্যান্য আহতদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম হল নিন্দি কুমার যাদব, সন্তোষ কুমার যাদব এবং নিশিত কুমার যাদব। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের অন্ডাল মোড়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এখানে প্রতিদিন অনেক ট্রাক দাঁড়িয়ে থাকে। দূর্ঘটনাগ্রস্ত ট্রাকটিও দাঁড়িয়েছিল। ট্রাকটি ডিও থেকে কয়লা নিয়ে যাওয়ার জন্য শীতলপুর মোড়ে দাঁড়িয়েছিল। তখন দুপুরের খাবার রান্না করা হচ্ছিল। ট্রাকের কেবিনের ভিতরে সেই সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় অন্যান্য ট্রাক চালকদের মধ্যে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে পুলিশ।