Suvendu at Sandeshkhali: ১০ বছরের অত্যাচারের হিসাব হবে, সন্দেশখালিতে বললেন শুভেন্দু

ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার পালটা সভায় সন্দেশখালি থেকে হিসাব বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালি লাগোয়া ন্যাজাটে আয়োজিত এই সভায় শুভেন্দুবাবুর সঙ্গে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। সেখানেই শাহজাহানের সাগরেদদেরও জেলে ভরার ডাক দেন তিনি।

আরও পড়ুন: রাম নবমীতে ছুটি ঘোষণা করল নবান্ন, লোকসভা নির্বাচনের আগে বিজ্ঞপ্তি জারি

শুভেন্দুবাবু বলেন, ‘যত অত্যাচার করেছে ১০ বছরে সব হিসাব হবে। আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে। কেন্দ্রের নির্বাচন কমিশন ও তদন্তকারী সংস্থাকে বলব, একা শাহজাহানকে পুরলে হবে না। জিয়াউদ্দিন মোল্লা, আলমগির, শাহ নুরের মতো গুন্ডাদেরও গর্তে ঢোকাতে হবে। পশ্চিমবঙ্গে এরকম ২৫ – ৩০টা সন্দেশখালি রয়েছে। ভারতীয় জনতা পার্টি শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালির মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার গুন্ডাদের ছাড়বে না’।

শুভেন্দুর হুঁশিয়ারি, ‘আমরা আপনাদের সঙ্গে সব সময় আছি। কথা দিলাম, হিঙ্গলগঞ্জ ফাঁকা করব, মিনাখাঁ ফাঁকা করব, হাড়োয়া ফাঁকা করব, গোসাবা ফাঁকা করব, ক্যানিং ফাঁকা করব, ফলতা ফাঁকা করব, ভাঙড় ফাঁকা করব, বসিরহাট গ্রামীণ ফাঁকা করব, বাদুড়িয়ার লিটনকেও ফাঁকা করব। একটাকেও ছাড়ব না’।’

আরও পড়ুন: রুবি থেকে ৩২ মেট্রো স্টেশনে যেতে পারবেন! কোথায় কত ভাড়া লাগবে? দেখুন পুরো তালিকা

ন্যাজাটের আক্রাতলায় সভা করতে চেয়ে বিজেপির আবেদন খারিজ করে দেয় পুলিশ। এর পর আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালতে রাজ্য জানায়, সভাস্থলে ১৪৪ ধারা জারি রয়েছে। সেকথা শুনে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, দেখে মনে হচ্ছে বিজেপিকে রুখতেই তড়িঘড়ি ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এর পর ১৪৪ ধারা খারিজ করে বিজেপিকে সভা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।