TMC Candidates for Lok Sabha Vote: ‘একা লড়বে তৃণমূল’, বললেন মমতা, ৪২ আসনের প্রার্থীর নাম ঘোষণা অভিষেকের

কংগ্রেসের সঙ্গে কোনও আসন ভাগাভাগি নয়। আজ ব্রিগেডের জনগর্জন সভা থেকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, বাংলায় একা লড়েই দেশকে দিশা দেখাবে তৃণমূল কংগ্রেস। মমতা আজ বলেন, ‘দেশ কোন পথে চলবে, সেটা ঠিক করবে তৃণমূল কংগ্রেস। দিশা দেখাবে বাংলা। বাংলায় একা লড়বে তৃণমূল। লড়াইটা তৃণমূল বনাম বিজেপি হবে।’ এরপর একে একে বাংলার ৪২টি আসনে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক। সেই সব প্রার্থীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড মঞ্চের ব়্যাম্পে হাঁটেন। এদিকে তৃণমূলের প্রার্থী তালিতায় ইউসুফ পাঠান সহ একাধিক চমক রয়েছে। (আরও পড়ুন: ভোটের আগেই চমক মুখ্যমন্ত্রীর, ১৬৫০ কোটির ভার কাঁধে ডিএ নিয়ে বাউন্ডারি রাজ্যের)

আরও পড়ুন: সত্যি কি ভিনগ্রহীরা এসেছিল পৃথিবীতে? ৬০-এর দশকের UFO নিয়ে তথ্য ফাঁস পেন্টাগনের

কোচবিহার থেকে তৃণমূল প্রার্থী হচ্ছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া, আলিপুরদুয়ার থেকে প্রার্থী হচ্ছেন প্রকাশ চিক বড়াইক, জলপাইগুড়ি থেকে প্রার্থী হচ্ছেন নির্মল চন্দ্র রায়, দার্জিলিং থেকে প্রার্থী হচ্ছেন গোপাল লামা, রায়গঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী, বালুরঘাট থেকে প্রার্থী বিপ্লব মিত্র, মালদা উত্তর থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদা দক্ষিণ থেকে প্রার্থী শাহনাওয়াজ আলি রেহান, জঙ্গিপুর থেকে প্রার্থী হচ্ছেন খলিলউর রহমান, বহরমপুর থেকে প্রার্থী ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ থেকে প্রার্থী আবু তাহের খান, কৃষ্ণনগর থেকে প্রার্থী মহুয়া মৈত্র, রানাঘাট থেকে প্রার্থী হচ্ছেন মুকুটমণি অধিকারী, বনগাঁ থেকে লড়বেন বিশ্বজিৎ দাস, ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিক প্রার্থী হচ্ছেন, দমদম থেকে প্রর্থী সৌগত রায়, বারাসত থেকে লড়বেন কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাট থেকে লড়বেন হাজি নুরুল ইসলাম, জয়নগর থেকে লড়বেন প্রতিমা মণ্ডল, মথুরাপুর থেকে লড়বেন বাপি হালদার। (আরও পড়ুন: প্রকাশ্যে স্লিপার বন্দে ভারতের ‘বডি’, ঘুরে দেখলেন রেলমন্ত্রী, দেখুন আপনিও…)

আরও পড়ুন: ‘কলকাতায় মাঝপথে ছেড়েছিলেন নির্বাচন কমিশনের বৈঠক’, কেন পদ থেকে সরলেন অরুণ? এরপর কী হবে?

এদিকে ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের হয়ে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুর থেকে লড়বেন সায়নী ঘোষ, কলকাতা থেকে দক্ষিণ থেকে লড়বেন মালা রায়, কলকাতা উত্তর থেকে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়া থেকে লড়বেন ফুটবলর প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া থেকে লড়বেন সাজদা আহমেদ, শ্রীরামপুর থেকে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি থেকে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগ থেকে লড়বেন মিতালী বাগ, তমলুক থেকে লড়বেন দেবাংশু ভট্টচার্য, কাঁথি থেকে লড়বেন উত্তম বারিক, ঘাটাল থেকে লড়বেন দেব, ঝাড়গ্রাম থেকে লড়বেন কালীপদ সোরেন, মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া, পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো, বাঁকুড়া থেকে লড়বেন অরূপ চক্রবর্তী, বর্ধমান পূর্ব থেকে লড়বেন ডঃ শর্মিলা সরকার, বর্ধমান-দুর্গাপুর থেকে লড়বেন কীর্তি আজাদ, আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা, বোলপুর থেকে লড়বেন অসীত কুমার মাল, বীরভূম থেকে লড়বেন সতাব্দী রায় আর বিষ্ণুপুর থেকে লড়বেন সুজাতা মণ্ডল।