আজ চালু হচ্ছে ক্যানসার বিভাগ, কলকাতা মেডিক্যাল কলেজে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আজ, মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হচ্ছে রিজিওনাল ক্যানসার সেন্টার। এটার জন্য বহুদিন অপেক্ষা করতে হয়েছিল। আজ দুপুর ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়া থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন এই ক্যানসার বিভাগের। হাসপাতালের অ্যাকাডেমিক বাড়ি এবং অধ্যক্ষ অফিসের মাঝের জায়গায় তৈরি হয়েছে এই ৭ তলা ক্যানসার ভবন। আজ থেকেই ১০৯ বেডের এই ক্যানসার হাসপাতাল চালু হচ্ছে।

এদিকে এই বড় ক্যানসার হাসপাতাল চালু হলে বিপুল পরিমাণ মানুষের উপকার হবে। আসলে আরজি কর হাসপাতালের উপর চাপ বাড়ছে। বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করতে বিপুল পরিমাণ টাকা লাগে। তাই বিকল্প পথ হিসাবে কলকাতা মেডিক্যাল কলেজকে বেছে নেওয়া হয়েছে। এই হাসপাতালে ক্যানসার বিভাগ, তার আউটডোর–ইন্ডোর চলছে। বিভাগীয় চিকিৎসক ও কর্মীরা আছেন। তাঁরাই এবার বড় আকারে এখানে কাজ করবেন। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ‘রেডিয়েশন দেওয়ার ব্যবস্থা এবং হাসপাতালের ক্যানসারের সঙ্গে যুক্ত সমস্ত পরিষেবা নতুন ৭ তলা ভবনে উঠে আসবে।’

আরও পড়ুন: ‘‌অ্যাকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তী গ্রেফতার নন কেন?’‌ ইডিকে প্রশ্ন কুণালের

অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, নতুন ভবনের নীচে দু’টি তলা থাকছে। একটি তলায় বসবে সিটি সিম্যুলেটর, ব্র্যাকিথেরাপি এবং লিনিয়র অ্যাক্সিলারেটরের মতো আধুনিক যন্ত্র। আর একটি তলায় ক্যানসার রোগীদের চিকিৎসার পরিকল্পনা করা হবে। একদম নীচে থাকবে নিউক্লিয়ার মেডিসিন বিভাগ। দু’তলায় থাকবে অঙ্কোপ্যাথোলজি বিভাগ। তিনতলায় রেডিওথেরাপি ওয়ার্ড। চারতলায় মেডিক্যাল অঙ্কোলজি ওয়ার্ড। পাঁচতলায় সার্জিক্যাল ও মেডিক্যাল অঙ্কোলজি ওয়ার্ডে থাকছে। ৬ তলায় থাকছে ক্যানসার রোগীদের অস্ত্রোপচারের জন্য ওটি এবং প্রি–পোস্ট অপারেটিভ ওয়ার্ড। আর ৭ তলায় থাকছে নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল অঙ্কোলজি। ব্র্যাকিথেরাপি ওটি এবং অঙ্কোপ্যাথোলজি ল্যাবরেটরি।

এছাড়া এখন যে ক্যানসার বিভাগ আছে সেটা তিন নম্বর গেটের অদূরে। সেখানকার রেডিওথেরাপি বাড়িতেই আছে লাইন্যাক ও ব্র্যাকিথেরাপির মতো আধুনিক মেশিন। এবার যে বিভাগ তৈরি হচ্ছে তাতে ক্যানসার আক্রান্ত রোগীরা বেসরকারি হাসপাতালের মতো পরিষেবা পাবেন। সমস্ত রোগীকে তাই নতুন বাড়িতে নিয়ে আসা হবে। গোটা বিষয়টি ছকে ফেলা হয়েছে। সেই মতোই কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেই বাকি কাজটা আরও জোরদারভাবে শুরু হয়ে যাবে। এই বিষয়ে অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ‘‌নতুন হাসপাতালের জন্য সুনির্দিষ্ট যন্ত্র চলে এলে আরও বেশি পরিষেবা দেওয়া যাবে।’‌