কীর্তি আজাদকে আক্রমণ করতে গিয়ে তাঁর বাবাকে টানল বিজেপি, মিলল জবাবও

বিজেপিকে ধাক্কা খেতে হয়েছিল প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে। ভোজপুরি তারকা পবন সিংকে বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছিল। তার পরেই তাঁর বিরুদ্ধে বাংলাকে অপমানের অভিযোগে সরব হয় তৃণমূল কংগ্রেস। বিপুল চাপে পড়ে প্রার্থী নিজেই ওই কেন্দ্র থেকে সরে দাঁড়ান। এবার বিজেপি পাল্টা আক্রমণ করে বসল বর্ধমান–দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে। এমনকী আক্রমণ করতে গিয়ে বিজেপি টেনে আনল কীর্তি আজাদের বাবা ভগবত ঝা আজাদকে। ব্রিগেড সমাবেশ থেকে একধাক্কায় ৪২টি প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেখানেই উঠে আসে কীর্তি আজাদের নাম।

এদিকে বিজেপি এখনও ৪২টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। উলটে প্রথম দফার তালিকা থেকে একজন কমে গিয়েছে। সুতরাং এখন ২৩ জনের নাম ঘোষণা করতে হবে বিজেপিকে। সেখানে প্রার্থী নিয়ে টালমাটাল অবস্থা চলছে বিজেপির বলে সূত্রের খবর। তাই পরিস্থিতি থেকে নজর ঘোরাতে কীর্তি আজাদের বাবা ভগবত ঝা আজাদকে টানা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী থাকার সময়ের একটি ঘটনা তুলে ধরেছে বিজেপি। যদিও বিষয়টিকে কোনওরকম গুরুত্ব দিতে চাননি প্রাক্তন ক্রিকেটার কীর্তি। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে নেমে পড়েছেন প্রচারে। প্রচারের ফাঁকে তাঁর পাল্টা দাবি, নির্বাচনের ময়দানে বিজেপিকে বাউন্ডারির বাইরে পাঠাবেন।

আরও পড়ুন:‌ আজ থেকে শুরু হচ্ছে রোজা, ফলমূলের দাম আকাশছোঁয়া হওয়ায় নাভিশ্বাস জনতার

অন্যদিকে বর্ধমান–দুর্গাপুর আসনে বিজেপি জিততে পারবে না বলে সমীক্ষায় জানতে পেরেছে বলে সূত্রের খবর। তাই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, কীর্তির বাবা ভগবত আজাদ যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ভগবতের ঘনিষ্ঠেরা ভাগলপুর থেকে এক বাঙালি মহিলাকে অপহরণ করেন। ভগবত তখন বাঙালিদের পাশে না থেকে অভিযুক্তদের পাশে ছিলেন। তাই সেখানে বসবাসকারী বহু বাঙালি পরে ভাগলপুর ছাড়তে বাধ্য হন। সেই কীর্তিকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করলেন?‌ প্রশ্ন বিজেপির। এই বিষয়ে কীর্তির প্রতিক্রিয়া, ‘এমন মিথ্যা যাঁরা বলেন, তাঁদেরই লজ্জিত হওয়া উচিত। এসবে পাত্তা দেওয়ার দরকার নেই।’

তবে ছেড়ে দেবেন না কীর্তি আজাদ। এমন অভিযোগের জেরে তিনি বিজেপিকে আদালতে টেনে নিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বর্ধমানে মন্দিরে পুজো দিয়ে মাঠেও এক ঝলক দেখা যায় কীর্তি আজাদকে। ক্রিকেট লিগের খেলা হচ্ছে দেখে ব্যাট হাতে নেমে চারটি বলও খেললেন তিনি। তার মধ্যে দু’টি বল বাউন্ডারির বাইরে পাঠান। পরে বর্ধমানের টাউন হলে জেলার তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কীর্তিকে প্রার্থী করার পরই দলের কর্মীরা আগে এই কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার বিরুদ্ধে দেখা না পাওয়ার অভিযোগ তুলেছেন। এই নিয়ে প্রচারে বেরিয়ে কীর্তি আশ্বাস দেন, ‘আমার নামে নিখোঁজ পোস্টার পড়বে না।’